EIL Recruitment 2025

রাষ্ট্রায়ত্ত সংস্থা ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়ায় ৫০ জনের কাজের সুযোগ, আবেদনের শর্তাবলি কী?

নিযুক্তদের পোস্টিং হবে দেশ এবং বিদেশের বিভিন্ন অঞ্চলে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১৯:০৪
Share:
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

রাষ্ট্রায়ত্ত সংস্থা ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড (ইআইএল)-এ কাজের সুযোগ। সম্প্রতি এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংস্থার ওয়েবসাইটে। তাতে জানানো হয়েছে, সংস্থার বিভিন্ন ক্ষেত্রে নিযুক্তরা কাজের প্রশিক্ষণ পাবেন। নিযুক্তদের পোস্টিং হবে দেশ এবং বিদেশের বিভিন্ন অঞ্চলে। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে। যা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

Advertisement

সংস্থায় নিয়োগ হবে ম্যানেজমেন্ট ট্রেনি বা শিক্ষানবিশ পদে। মোট শূন্যপদের সংখ্যা ৫০। প্রশিক্ষণ চলবে এক বছর ধরে। নিযুক্তদের কর্মস্থল হবে দেশের বিভিন্ন শহর বা বিদেশের কোনও শহরের সংস্থার অফিসে। প্রশিক্ষণ যথাযথ ভাবে শেষ করতে পারলে তাঁদের স্থায়ী ভাবে নিয়োগ করা হবে।

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ২৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে। প্রশিক্ষণ কালে নিযুক্তদের বৃত্তির পরিমাণ হবে মাসে ৬০,০০০ টাকা। এ ছাড়াও অন্যান্য খাতে ১৫,০০০ টাকা দেওয়া হবে।

Advertisement

আবেদনকারীদের কেমিক্যাল, মেকানিক্যাল, সিভিল এবং ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিই/ বিটেক/ বিএসসি (ইঞ্জিনিয়ারিং)-এ ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি তাঁদের চলতি বছরের গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং-এও উত্তীর্ণ হতে হবে।

আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ৭ এপ্রিল আবেদনের শেষ দিন। এর পর গেট-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রাথমিক ভাবে প্রার্থী বাছাই করা হবে। এর পরবর্তী ধাপে গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement