প্রতীকী চিত্র।
কেন্দ্রের পারমাণবিক শক্তি দফতরের অধীনস্থ সংস্থা ইলেক্ট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ইসিআইএল)-এ কর্মখালি। বৃহস্পতিবার এই মর্মে সংস্থার তরফে একটি নিয়োগ- বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, সংস্থায় চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। এর জন্য আগে থেকে আবেদনপত্র পাঠাতে হবে না।
সংস্থায় নিয়োগ হবে এগজ়িকিউটিভ অফিসার-অ্যাকাউন্ট্যান্ট পদে। শূন্যপদ রয়েছে একটি। নিযুক্ত ব্যক্তিকে নয়া দিল্লির আঞ্চলিক অফিসে কাজ করতে হবে। প্রাথমিক ভাবে তাঁর কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পর সংস্থার প্রয়োজন এবং নিযুক্ত ব্যক্তির কাজের উপর নির্ভর করে এই মেয়াদ আরও চার বছর বাড়ানো হতে পারে।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৩৩ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য কিছুটা ছাড় থাকবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বছরে নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে যথাক্রমে মাসে ৪০,০০০ টাকা, ৪৫,০০০ টাকা, ৫০,০০০ টাকা এবং ৫৫,০০০ টাকা।
আবেদনকারীদের সিএ বা সিএমএ যোগ্যতাসম্পন্ন হতে হবে। যাঁদের এমবিএ (ফিন্যান্স) ডিগ্রি রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন। তবে স্নাতক এবং স্নাতকোত্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। এর পর ন্যূনতম তিন বছর কাজের অভিজ্ঞতা থাকাও জরুরি।
আগামী ৫ অক্টোবর বিজ্ঞপ্তিতে উল্লিখিত স্থানে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি নিয়ে সকাল ৯টা নাগাদ যথাস্থানে উপস্থিত হতে হবে। এই বিষয়ে বাকি তথ্য জানতে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।
ReplyForward