DRDO Recruitment 2023

ডিআরডিও অধীনস্থ দফতরে কর্মখালি, ইঞ্জিনিয়ারদের জন্য বিশেষ সুযোগ

ডিআরডিও ইয়ং সায়েন্টিস্ট ল্যাবরেটরি-কোয়ান্টাস টেকনোলজিসে জুনিয়র রিসার্চ ফেলো এবং রিসার্চ অ্যাসোসিয়েট পদে কর্মী প্রয়োজন। উল্লিখিত পদে দু’বছরের চুক্তিতে কাজ করতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৩ ১৫:৩৯
Share:

প্রতীকী ছবি।

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (ডিআরডিও)-র অধীনে কাজের সুযোগ। প্রতিষ্ঠানের ডিআরডিও ইয়ং সায়েন্টিস্ট ল্যাবরেটরি-কোয়ান্টাস টেকনোলজিসে জুনিয়র রিসার্চ ফেলো এবং রিসার্চ অ্যাসোসিয়েট পদে কর্মী প্রয়োজন। মোট চারজন স্নাতকোত্তীর্ণ প্রার্থীকে নিয়োগ করা হবে।

Advertisement

জুনিয়র রিসার্চ ফেলো পদে আবেদনকারীদের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। একই সঙ্গে, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটউট টেস্ট (গেট)-এ উত্তীর্ণ হতে হবে। এ ক্ষেত্রে, উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, এমন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। আগ্রহীদের বয়স ২৮ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

রিসার্চ অ্যাসোসিয়েট পদপ্রার্থীদের পদার্থবিদ্যায় পিএইচডি কিংবা স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্ত ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে। তাঁদের কোয়ান্টাম অপটিকস, লেজ়ারস বিষয়ে কাজের দক্ষতা থাকা বাঞ্ছনীয়। এ ছাড়াও আবেদনকারীদের কোয়ান্টাম টেকনোলজির সাম্প্রতিক কার্যপ্রণালী সম্পর্কে ওয়াকিবহাল থাকা প্রয়োজন। আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

Advertisement

জুনিয়র রিসার্চ ফেলো পদে নিযুক্তরা ৩৭ হাজার টাকা ভাতা হিসাবে পাবেন। রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে ৬৭ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে। আবেদন করার জন্য বিজ্ঞপ্তিতে থাকা একটি ফর্ম পূরণ করতে হবে। ওই ফর্মেই যাবতীয় তথ্য পেশ করতে হবে।

ডাকযোগে জীবনপঞ্জি, পূরণ করা ফর্ম-সহ অন্যান্য নথি ডিআরডিও-র পুণের দফতরের পাঠাতে হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। ১২ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট পদে আবেদনপত্র জমা দিতে হবে। অন্যান্য তথ্যের জন্য ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশনের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement