Recruitment in DIC 2024

ডেটা ইঞ্জিনিয়ার-সহ আরও পদে নিয়োগ ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে, আবেদন করবেন কী ভাবে?

সব মিলিয়ে শূন্যপদ রয়েছে ৯টি। কিউএ ম্যানুয়াল, কিউএ অটোমেশন পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিভাগে তিন থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বার্ষিক ৬-১২ লক্ষ টাকা বেতন হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ১৬:১৪
Share:

প্রতীকী ছবি।

কেন্দ্রীয় মন্ত্রালয় বৈদ্যুতিন এবং তথ্য প্রযুক্তি বিভাগে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনেই আবেদনপত্র জমা দেওয়া যাবে।

Advertisement

কিউএ ম্যানুয়াল, কিউএ অটোমেশন, ডেটা ইঞ্জিনিয়ার, সিকিউরিটি স্পেশালিষ্ট, ইউএক্স ডিজ়াইনার,বিজ়নেস অ্যানালিস্ট পদে নিয়োগ করা হবে কর্মী। সব মিলিয়ে শূন্যপদ রয়েছে ৯টি। কিউএ ম্যানুয়াল, কিউএ অটোমেশন পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিভাগে তিন থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বার্ষিক ৬-১২ লক্ষ টাকা বেতন হবে। ডেটা ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তাঁর বেতন হবে বার্ষিক ১০ থেকে ২২ লক্ষ টাকা। সিকিউরিটি স্পেশালিষ্ট পদে সাত থেকে ন’বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। বার্ষিক বেতন হবে ১০ থেকে ২২ লক্ষ টাকা। বাকি পদ গুলিতে আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা ও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রথমে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। এর পর তাতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৮ ডিসেম্বর ২০২৪। এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement