PHD Admission 2024

পিএইচডি করবেন? এনআইটি দুর্গাপুরে একাধিক বিভাগে রয়েছে সুযোগ

মোট ১২টি বিভাগে ভর্তি নেওয়া হবে। বায়োটেকনোলজি, সিভিল ইঞ্জিনিয়ারিং-সহ আরও বিভাগে পিএইচডি-র সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ১৫:০৩
Share:

এনআইটি দুর্গাপুর। ছবি: সংগৃহীত।

দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি)-তে একাধিক বিভাগে পিএইচডি-র সুযোগ রয়েছে। সেই মর্মে প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ‘ইভেন সিমেস্টার’-এ পিএইচডি-র সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান। মোট ১২টি বিভাগে ভর্তি নেওয়া হবে। বায়োটেকনোলজি, সিভিল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, গণিত, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটালার্জিক্যাল অ্যান্ড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট স্টাডিজ়, ফিজ়িক্স, সেন্টার ফর রির্সাচ বিভাগে পিএচডি-র সুযোগ পাবেন আগ্রহীরা। সব মিলিয়ে শূন্যপদ রয়েছে ৩৭টি। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং/ মাস্টার অফ টেকনোলজি/ মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

‘ওয়াক ইন মোড’-এ মিলবে এই সুযোগ। বিজ্ঞপ্তিতে বিভাগ অনুযায়ী পরীক্ষার দিনক্ষণ ভাগ করা রয়েছে। ১০ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর বিভিন্ন বিভাগের ৯টা থেকে থাকবে লিখিত পরীক্ষা ও ভাইভা। ১৭ জানুয়ারি বাছাই করা প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করবে প্রতিষ্ঠান। ২ জানুয়ারি ভর্তি নেওয়া হবে। বিজ্ঞপ্তিটি দেখতে প্রথমে এনআইটি দুর্গাপুরের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি দেওয়া রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement