যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
একাধিক বিষয়ে পিএইচডিতে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেই মর্মে প্রতিষ্ঠানের ‘ফ্যাকাল্টি অফ আর্টস’-এর তরফে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২০২৪- ২০২৫ শিক্ষাবর্ষের জন্য ভর্তি নেওয়া হচ্ছে।
তুলনামূলক সাহিত্য, ইংরেজি, ফিল্ম স্টাডিজ়, ইতিহাস, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, দর্শন ও ফিজ়িক্যাল এডুকেশন বিভাগে যাদবপুর বিশ্ববিদ্যালয় দিচ্ছে পিএচডি করার সুযোগ। আবেদনের জন্য সংশ্লিষ্ট বিভাগে অন্তত ৫৫ শতাংশ নম্বর-সহ দু’বছরের স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। তুলনামূলক সাহিত্য বিভাগে তিনটি, ফিল্ম স্টাডিজ়ে সাতটি, ইংরেজিতে ১০টি, ইতিহাসে চারটি, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিভাগে চারটি এবং দর্শন বিভাগে ছ’টি ও ফিজ়িক্যাল এডুকেশনে ১১টি আসন রয়েছে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী প্রথমে অনলাইনে ৫০০ টাকা জমা দেওয়া দরকার। এর পর টাকা জমা দেওয়ার নথি, আবেদনপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। আবেদনমূল্য জমা দেওয়ার শেষ দিন ১২ ডিসেম্বর। আবেদনপত্র জমা দেওয়া যাবে ১৩ ডিসেম্বর বিকেল ৪টে পর্যন্ত। সংশ্লিষ্ট বিষয়ে এমফিল ডিগ্রি থাকলে বা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট/ স্টেট এলিজিবিলিটি টেস্ট/ গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট উত্তীর্ণ হলে লিখিত পরীক্ষা দিতে হবে না। সে ক্ষেত্রে প্রার্থীরা সরাসরি ইন্টারভিউতে বসতে পারবেন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।