প্রতীকী চিত্র।
গ্রাফিক ডিজ়াইন নিয়ে যাঁরা পড়াশোনা করেছেন, তাঁদের জন্য কাজের সন্ধান দিচ্ছে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন (ডিআইসি)। সেই মর্মে ডিআইসি-র ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
সংস্থার তরফে গ্রাফিক ডিজ়াইনার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রথমে এই পদে চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। গ্রাফিক ডিজ়াইনার হিসবে সংস্থায় অ্যাসোসিয়েট বা সিনিয়র অ্যাসোসিয়েট পদে কাজ মিলবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাফিক ডিজ়াইন/ মাল্টিমিডিয়া বা সংশ্লিষ্ট বিভাগে স্নাতক হতে হবে। আগে অন্য কোথাও তিন থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
কী ভাবে আবেদন করবেন?
প্রার্থীকে প্রথমে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘নোটিফেকেশন’ এবং ‘ওপেনিংস’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখানে দেওয়া লিঙ্কে যেতে হবে। এর পর প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করা দরকার। আবেদন প্রক্রিয়া চলবে ৩১ অগস্ট ’২৩ পর্যন্ত।
আরও অনেক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডিআইসি-র ওয়েবসাইটে। সেই সমস্ত বিজ্ঞপ্তি এবং এই নিয়োগের বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানাতে ডিআইসি-র ওয়েবসাইটটি দেখতে পারেন।