সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস। ছবি: সংগৃহীত।
সল্টলেকের সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেসে কর্মী নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গেস্ট হাউস অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী প্রয়োজন। এই কাজে যে কোনও বিষয়ে স্নাতকদের নিয়োগ করা হবে।
উল্লিখিত পদে কাজের জন্য ১৮ থেকে ২৫ বছর বয়সিরা আবেদন করতে পারবেন। নিযুক্ত ব্যক্তিকে চিঠি ড্রাফট, অফিস ম্যানেজমেন্টের বিভিন্ন কাজ করতে হবে। তাঁর ইংরেজি এবং হিন্দিতে সাবলীল হওয়া বাঞ্ছনীয়।
স্কিল কাম অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে পদপ্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। ১৯,৯০০-৬৩,২০০ টাকা বেতনক্রমে নিযুক্তদের প্রতি মাসে পারিশ্রমিক ৩৭,২৪৮ টাকা। আগ্রহীদের ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় ২৫ অক্টোবরের মধ্যে জমা দিতে হবে আবেদনপত্র। সঙ্গে দিতে হবে জীবনপঞ্জি, কর্মজীবনের শংসাপত্র এবং শিক্ষাগত যোগ্যতার নথি। কী ভাবে আবেদনপত্র তৈরি করতে হবে, সে বিষয়ে বিশদে জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিন।