Consultant jobs

দুর্গাপুরের কেন্দ্রীয় সংস্থায় পরামর্শদাতা প্রয়োজন, বিজ্ঞপ্তিতে জানাল সিএমইআরআই

পরামর্শদাতা হিসাবে সংস্থার নলেজবেসের বিভিন্ন বিষয়ের অনুমোদন সংগ্রহের কাজ করতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১৫:০৬
Share:

সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় সরকারি সংস্থায় পরামর্শদাতা প্রয়োজন। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) অধীনস্থ সংস্থার তরফে এই বিষয়ে বিশদ তথ্য-সহ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের তরফে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরামর্শদাতা (কনসালট্যান্ট) পদে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement

নিযুক্তদের ইন্টালেকচুয়াল প্রপার্টি, সংস্থার নলেজবেসের বিভিন্ন বিষয়ের অনুমোদন সংগ্রহের কাজ করতে হবে। তাই এর জন্য আবেদনকারীদের ইন্টালেকচুয়াল প্রপার্টি রাইটস ম্যানেজমেন্ট, সেফটি ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কিংবা বিজ়নেস ম্যানেজমেন্ট শাখায় কাজের অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা থাকা বাঞ্ছনীয়।

তবে, বিজ্ঞান বা টেকনোলজি শাখায় উচ্চশিক্ষা অর্জন করেছেন, এমন ব্যক্তিদের উল্লিখিত কাজে অভিজ্ঞতা থাকলে, তাঁদের আবেদনও গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট পদে মোট এক বছরের চুক্তিতে কাজ চলবে। তবে, পরবর্তীতে ওই মেয়াদ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement

প্রতিষ্ঠানের নিয়মমাফিক নিযুক্ত ব্যক্তিদের পারিশ্রমিক দেওয়া হবে। আগ্রহীদের ডাকযোগে আবেদনপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিষ্ঠানের বিজ়নেস ডেভেলপমেন্ট ইউনিটের ঠিকানায় ওই আবেদনপত্র জমা দিতে হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement