সিএসআইআর-আইআইসিবি। সংগৃহীত ছবি।
যাদবপুরের সিএসআইআর-ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি (আইআইসিবি)-তে কর্মী নিয়োগ করা হবে। সোমবার প্রতিষ্ঠানের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি মোতাবেক প্রতিষ্ঠানে দু’টি ভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। যা সোমবার থেকে শুরু হয়ে গিয়েছে।
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিশিয়ান পদে নিয়োগ হবে। সব মিলিয়ে শূন্যপদ রয়েছে ২১টি। প্রাথমিক ভাবে উভয় পদে নিযুক্তদের ‘প্রবেশন’-এ রাখা হবে এক বছর। ‘প্রবেশন’-এর পর তাঁদের কাজের উপর নির্ভর করে সংশ্লিষ্ট পদগুলিতে তাঁদের স্থায়ী ভাবে নিয়োগ করা হবে।
উভয় পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণিভুক্তেরা এ ক্ষেত্রে কিছুটা ছাড় পাবেন। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিশিয়ান পদে নিযুক্তদের বেতনক্রম হবে মাসে যথাক্রমে ৩৫,৪০০-১,১২,৪০০ টাকা এবং ১৯,৯০০-৬৩,২০০ টাকা।
দু’টি পদের জন্যই শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার পৃথক মাপকাঠি ধার্য করা হয়েছে। উভয় পদে নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ট্রেড টেস্ট এবং লিখিত পরীক্ষার মাধ্যমে।
আগ্রহীদের এর জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তেরা বাদে বাকিদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে ৫০০ টাকা। আগামী ৩১ মার্চ আবেদনের শেষ দিন। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে প্রার্থীদের।