Recruitment in Birsa Agriculture University

তরুণ পেশাদার নিয়োগ করবে বিরসা কৃষি বিশ্ববিদ্যালয়, দিতে হবে শুধু ইন্টারভিউ

আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সয়েল সায়েন্স/ অ্যাগ্রোনমি মাস্টার অফ সায়েন্স/ মাস্টার অফ টেকনোলজি ডিগ্রি থাকতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ ১৬:৩৪
Share:

বিরসা কৃষি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

বিরসা কৃষি বিশ্ববিদ্যালয়ে রয়েছে কাজের সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী।

Advertisement

তরুণ পেশাদার (ইয়ং প্রফেশন্যাল ২) নিয়োগ করা হবে। অ্যাকাউন্টস/ ফিন্যান্স বিভাগে কাজ করতে হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রতি মাসে ৪২ হাজার টাকা করে দেওয়া হবে। একজনকেই নিয়োগ করা হবে এই পদে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সয়েল সায়েন্স/ অ্যাগ্রোনমি মাস্টার অফ সায়েন্স/ মাস্টার অফ টেকনোলজি ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী। ২১ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হবে ইন্টারভিউ। ওই দিন প্রার্থীদের আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় যেতে হবে। কী কী নথি প্রয়োজন জানতে প্রথমে বিরসা কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখান থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানা যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement