BPCL Recruitment 2025

ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনে কর্মখালি, কোন কোন পদে কাজের সুযোগ রয়েছে?

সংস্থায় রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আর অ্যান্ড ডি) ক্ষেত্রে আবেদনকারীদের বয়স ৩৮ বছরের মধ্যে হওয়া জরুরি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২২
Share:

ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। ছবি: সংগৃহীত।

রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংস্থার ওয়েবসাইটে। জানানো হয়েছে, সংস্থায় নির্ধারিত মেয়াদের জন্য কর্মী নিয়োগ করা হবে। সংস্থার দু’টি ক্ষেত্রে কাজের সুযোগ পাবেন তাঁরা। এর ইতিমধ্যেই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

Advertisement

সংস্থায় রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আর অ্যান্ড ডি) এবং রিনিউয়েবেল এনার্জি ক্ষেত্রের জন্য কর্মী নিয়োগ হবে। শূন্যপদের বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি। সংস্থার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ক্ষেত্রে নিযুক্তেরা অ্যানালিটিক্যাল সায়েন্সেস-সহ একাধিক বিষয়ে গবেষণার সুযোগ পাবেন। অন্য দিকে, রিনিউয়েবেল এনার্জি ক্ষেত্রে টিম লিড এবং টিম মেম্বার পদে কাজের সুযোগ রয়েছে।

সংস্থায় রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আর অ্যান্ড ডি) ক্ষেত্রে আবেদনকারীদের বয়স ৩৮ বছরের মধ্যে হওয়া জরুরি। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পাশাপাশি, গবেষণার বিভিন্ন ক্ষেত্রে পিএইচডি থাকা এবং এক বছরের পেশাগত অভিজ্ঞতাও প্রয়োজন।

Advertisement

রিনিউয়েবেল এনার্জি ক্ষেত্রে টিম লিড এবং টিম মেম্বার পদে আবেদনকারীদের বয়স যথাক্রমে ৪৫ এবং ৩৫ বছরের কম হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তেরা ছাড় পাবেন। টিম লিড এবং টিম মেম্বার পদের জন্যও শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার পৃথক মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে।

সমস্ত পদে নিযুক্তরা সংস্থায় চুক্তির ভিত্তিতে সর্বাধিক তিন বছর কাজের সুযোগ পাবেন। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আর অ্যান্ড ডি) নিযুক্তদের বৃত্তির পরিমাণ হবে মাসে ১,০৮, ২১০-১,৬১,৯৪০ টাকা। অন্য দিকে, রিনিউয়েবেল এনার্জি ক্ষেত্রে টিম লিড এবং টিম মেম্বার পদে নিযুক্তদের বৃত্তি বাবদ যথাক্রমে মাসে ১,৬১,৯৪০-৩,৫৭,৭০০ টাকা এবং ১,০৮,২১০-১,৬১,৯৪০ টাকা দেওয়া হবে।

বিভিন্ন পদে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা, লিখিত/ কম্পিউটার নির্ভর পরীক্ষা, প্রেজ়েন্টেশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে।

আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১২ মার্চ। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement