প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে একটি বিভাগে গবেষণার জন্য কর্মী প্রয়োজন। সম্প্রতি এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পের জন্য অর্থ সহায়তা করবে একটি কেন্দ্র সরকারি সংস্থা। আগ্রহীদের এর জন্য অনলাইনে আবেদন করতে হবে।
বিশ্ববিদ্যালয়ে স্কুল অফ অ্যাস্ট্রোফিজ়িক্সে গবেষণা প্রকল্পের কাজ হবে। প্রকল্পটির নাম— ‘দ্য কসমিক ইভোলিউশন অফ সুপারম্যাসিভ ব্ল্যাক হোলস: আ মাল্টি-ওয়েভলেংথ অ্যাপ্রোচ’। প্রকল্পটি কেন্দ্র সরকার অধীনস্থ সংস্থা অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ)-এর অর্থপুষ্ট।
প্রকল্পে প্রজেক্ট অ্যাসোসিয়েট-১ পদে নিয়োগ হবে। শূন্যপদ রয়েছে একটি। বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা বা আবেদনকারীদের বয়ঃসীমার বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।
প্রজেক্ট অ্যাসোসিয়েট-১ পদে প্রথমে ছ’মাসের জন্য কর্মী নিয়োগ করা হবে। এর পর তাঁদের কাজ এবং ফান্ডিংয়ের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়িয়ে এক বছর পর্যন্ত করা হতে পারে। তাঁদের সাম্মানিক হবে মাসে ২৫,০০০ টাকা।
আবেদনকারীদের ফিজ়িক্স বা অ্যাস্ট্রোফিজ়িক্সে স্নাতকোত্তরে ন্যূনতম ৬০ শতাংশ নিয়ে উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠির কথা বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের জীবনপঞ্জি, কভার লেটার-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ১০ মার্চ আবেদনের শেষ দিন। এর পর সংশ্লিষ্ট পদে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিভাগে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে আগামী ১১ মার্চ সকাল ১১টা থেকে। এই বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।