রবিবার রাতে ঘটনাটি ঘটেছে এয়ারপোর্ট থানা এলাকার যশোর রোডে, মাইকেলনগর বাস স্ট্যান্ডের কাছে। —প্রতীকী চিত্র।
বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল দুই পথচারীর। তাঁদের মধ্যে এক জন পুরুষ, অন্য জন মহিলা। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে এয়ারপোর্ট থানা এলাকার যশোর রোডে, মাইকেলনগর বাস স্ট্যান্ডের কাছে। পুলিশ সূত্রের খবর, কয়েক জন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিরাটি থেকে বারাসতগামী একটি বাস থেকে নেমে অটো ধরার জন্য দাঁড়িয়েছিলেন ওই পুরুষ এবং মহিলাটি। সেই সময়ে লরিটি তাঁদের ধাক্কা মারে। তবে অন্য কয়েক জনের দাবি, ওই দুই পথচারী বাস থেকে নামার পরে লরিটি পিছন থেকে তাঁদের ধাক্কা মারে। স্থানীয়েরা পুলিশের সহায়তায় ওই দুই পথচারীকে বারাসত হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়। লরিটি আটক করেছে পুলিশ। তবে মৃতদের পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রের খবর, মহিলার বাড়ি নিউ ব্যারাকপুর এলাকায়।দু’জনেরই বয়স ৩০-এর আশপাশে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রসঙ্গত, গত ১৬ ফেব্রুয়ারি রাতে এয়ারপোর্ট থানা এলাকারই বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে লরির ধাক্কায় মারা গিয়েছিলেন এক দম্পতি এবং তাঁদের ১৪ বছরের মেয়ে। সে দিন দক্ষিণেশ্বরের দিক থেকে স্কুটারে বিমানবন্দরের দিকে যাচ্ছিল ওই পরিবারটি। সেই সময়ে পিছন দিক থেকে একটি লরি ধাক্কা মারে। মুহূর্তে লরির চাকায় পিষ্ট হয়ে যান তিন জন। ওই ঘটনার পরে বিমানবন্দর এলাকায় বেপরোয়া যান চলাচল নিয়ে সরব হন স্থানীয়েরা। তাঁদের অভিযোগ ছিল, রাতে লরির গতি নিয়ন্ত্রণ করতে পারছে না পুলিশ। পুলিশের অবশ্য দাবি, ওই ঘটনার পরে যান নিয়ন্ত্রণে পদক্ষেপ করা হয়েছে। কিন্তু এ দিনের দুর্ঘটনা ফের সেই দাবিকে প্রশ্নের মুখে ফেলেছে।