ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে রয়েছে চাকরির সুযোগ। সংস্থার ওয়েবসাইটে সম্প্রতি এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে।
প্রজেক্ট ইঞ্জিনিয়ার ১ পদে নিয়োগ করা হবে কর্মী। চুক্তির ভিত্তিতে মোট ১১ জনকে নিয়োগ করা হবে এই পদে। প্রথমে তিন বছর থাকবে কাজের মেয়াদ। এর পর প্রয়োজন অনুযায়ী আরও এক বছর মেয়াদ বৃদ্ধি হতে পারে। প্রথম বছর প্রতি মাসে বেতন দেওয়া হবে ৪০ হাজার টাকা। দ্বিতীয় বছরে মাসিক বেতন বেড়ে হবে ৪৫ হাজার টাকা এবং তৃতীয় বছর ৫০ হাজার টাকা। চতুর্থ বছর মেয়াদ বৃদ্ধি হলে বেতন ৫৫ হাজার টাকা করে দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ার/ ব্যাচেলর অফ টেকনোলজি ডিগ্রি থাকা হতে হবে। সঙ্গে অন্তত দু’বছর সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকা দরকার। প্রার্থীর বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে।
কী ভাবে আবেদন করবেন?
প্রার্থীকে প্রথমে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের ওয়েবসাইটে যেতে হবে। এর পরে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে গিয়ে সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি, জমা দিতে হবে আবেদনমূল্য। ২৩ অগস্টের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের ওয়েবসাইটটি দেখতে পারেন।