BEL Recruitment 2023

ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে কর্মখালি, কোন পদে নিয়োগ? বেতনই বা কত?

আবেদনের জন্য প্রার্থীর বয়স ৪৩ বছরের মধ্যে হওয়া দরকার। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুন ২০২৩ ১৮:০০
Share:

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। ছবি: সংগৃহীত।

ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

হাভিলদার (সিকিউরিটি) পদে নিয়োগ করা হবে কর্মী। মোট শূন্যপদ রয়েছে ১২টি। এই পদে বার্ষিক বেতন হবে ৫.৮ লক্ষ টাকা। আবেদনের জন্য প্রার্থীর বয়স ৪৩ বছরের মধ্যে হওয়া দরকার। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। ভারতের নাগরিকত্বের পরিচয়পত্র থাকতে হবে। প্রার্থীকে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সেকেন্ডারি পাশ হতে হবে। পাশাপাশি, ইন্ডিয়ান আর্মড ফোর্সেসে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা দরকার। এ ছাড়াও বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

আবেদন প্রক্রিয়া:

Advertisement

প্রার্থীকে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র ডাউনলোড করা দরকার। এর পর পূরণ করা আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। ৮ জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement