West Bengal Nursing Council

ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল-এ ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ, বেতন ১৬ হাজার টাকা

কম্পিউটারে ‘টাইপিং স্পিড’ থাকা দরকার, সঙ্গে ‘এমএস অফিস’ ও ইন্টারনেট ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ জুন ২০২৩ ১৫:৫৪
Share:

প্রতীকী চিত্র।

ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে কর্মখালি। সেই মর্মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কাউন্সিলের ওয়েবসাইটে। চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement

অফিস অ্যাসিস্ট্যান্ট বা ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে। এই পদে কাজের জন্য আগ্রহী প্রার্থীদের ইন্টারভিউ দিতে হবে। আবেদনকারীর বয়স ৩০ বছরের মধ্যে হওয়া দরকার। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বেসিক কম্পিউটার-সহ যে কোনও ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে ‘টাইপিং স্পিড’ থাকা দরকার, সঙ্গে ‘এমএস অফিস’ ও ইন্টারনেট ব্যবহারে দক্ষতা থাকতে হবে। প্রতি মাসে ১৬ হাজার টাকা করে দেওয়া হবে।

২৩ জুন ইন্টারভিউ হবে। ওই দিন সকাল ১১টার মধ্যে আগ্রহী প্রার্থীদের পৌঁছে যেতে হবে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায়। ইন্টারভিউয়ের দিন বিস্তারিত জীবনপঞ্জি এবং অন্যান্য প্রয়োজনীয় নথি সঙ্গে রাখা দরকার। মূল বিজ্ঞপ্তিটি দেখতে প্রার্থীদের প্রথমে যেতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের ওয়েবসাইটে। ‘হোমপেজ’ থেকেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি দেখতে পাওয়া যাবে।

Advertisement

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement