চলতি সপ্তাহে রাজ্যের কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। — ফাইল চিত্র।
চৈত্রের মধ্যভাগেই অস্বস্তিকর গরম দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই গরম আপাতত কমবে না। তবে বৃদ্ধিও পাবে না। উল্টে দক্ষিণের কয়েক জেলায় চলতি সপ্তাহে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও তার পরেও অস্বস্তি খুব একটা কমার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের পাহাড়ি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরে আগামী পাঁচ দিন তাপমাত্রার হেরফের হওয়ার কোনও সম্ভাবনা নেই।
বৈশাখ মাস পড়তে এখন দু’সপ্তাহ বাকি। এখনই দক্ষিণের জেলাগুলিতে কাঠফাটা রোদ আর অস্বস্তিকর গরম। পশ্চিমের জেলাগুলিতে অস্বস্তি আরও বেশি। সপ্তাহান্তে সেখানে তাপপ্রবাহও হয়েছে। চলতি সপ্তাহে দক্ষিণের কয়েক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার এই জেলাগুলির পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানেও বৃষ্টি হতে পারে। শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে শনিবার বৃষ্টি হতে পারে। তবে আগামী পাঁচ দিনে দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রার হেরফের হওয়ার কোনও সম্ভাবনা নেই।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার এবং রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার বৃষ্টি হতে পারে মালদহেও। আগামী সোমবার উত্তরবঙ্গের আট জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।