IISC Recruitment 2025

সিস্টেম ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করবে আইআইএসসি, কী ভাবে হবে নিয়োগ?

অনূর্ধ্ব ৩০ বছর বয়সি প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। নিযুক্তদের সুপারকম্পিউটার এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে কাজ করতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১৩:৪৭
Share:
Indian Institute of Science, Bangalore.

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, ব্যাঙ্গালোর। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, ব্যাঙ্গালোরে কর্মখালি। প্রতিষ্ঠানের সুপারকম্পিউটার এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে কাজের জন্য সিস্টেম ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ পাঁচটি।

Advertisement

সংশ্লিষ্ট পদের জন্য কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, মেকানিক্যাল বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে আবেদনকারীদের বয়স ৩০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

নিযুক্তদের ২৫ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে। তাঁদের হাই-পারফরম্যান্স কম্পিউটিং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিসেস, মেকানিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে হবে। তাই এ ক্ষেত্রে তাঁদের পূর্বে এই বিভাগে কাজের অভিজ্ঞতা এবং দক্ষতা থাকা প্রয়োজন।

Advertisement

প্রাথমিক পর্যায়ে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। পরে ওই মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি পেতে পারে। অনলাইন টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৭ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement