ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় সংস্থায় কর্মখালি। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) অধীনস্থ ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটে কর্মী নিয়োগ করা হবে। ওই সংস্থার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের গবেষণা প্রকল্পে সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট প্রয়োজন। সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট কাজের জন্য এক বা একাধিক কর্মীকে বেছে নেওয়া হতে পারে।
আবেদনকারীদের জ়ুলজি, উদ্ভিদবিদ্যা, ফরেস্ট্রি, বা এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয়ে পিএইচডি সম্পূর্ণ থাকা প্রয়োজন। একই সঙ্গে অন্তত দু’বছরের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে গবেষণার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পদপ্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হওয়া আবশ্যক।
অনলাইনে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিযুক্ত ব্যক্তিকে ফিজ়িয়োকেমিক্যাল এবং মাইক্রোবায়োলজিক্যাল সংক্রান্ত বিষয়ে ফিল্ড ওয়ার্ক, ডেটা কালেকশন, স্যাম্পল অ্যানালিসিসের কাজের দায়িত্ব দেওয়া হবে।
আবেদনকারীদের অনলাইনে একটি ফর্ম জমা দিয়ে আবেদন পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ১৪ ফেব্রুয়ারি। নিযুক্তকে প্রতি মাসে ৪২ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।