এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় কর্মখালি। কেন্দ্র সরকারের অধীন এই সংস্থায় চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। সংস্থায় জুনিয়র কনসালট্যান্ট হিসাবে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পদে কর্মী প্রয়োজন। ওই কাজের জন্য এক জন ব্যক্তিকে নিয়োগ করা হবে, যাঁকে নয়া দিল্লির এয়ার ট্রাফিক সার্ভিসেস বিভাগে কাজ করতে হবে।
সংশ্লিষ্ট কাজের জন্য ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। তাঁর রিহ্যাবিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া (আরসিআই)-র লাইসেন্স থাকা প্রয়োজন। একই সঙ্গে তাঁর এভিয়েশন সাইকোলজিস্ট হিসাবে অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
আবেদনকারীদের বয়স অনূর্ধ্ব ৬৫ বছর হতে হবে। এই কাজের জন্য নিযুক্ত ব্যক্তি প্রতি মাসে ৫০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন। মোট এক বছরের চুক্তিতে তাঁকে কাজ করতে হবে। পরে ওই মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। আগ্রহীদের ইমেল মারফত আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনের শর্তাবলি জানতে সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিটি ভাল করে দেখে নিতে পারেন। তাতে দেওয়া নির্দেশিকা মোতাবেক আবেদন পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ১৬ ডিসেম্বর। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে পাঠানো হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।