Green Job Opportunities

পরিবেশ বাঁচাতে চান? ‘গ্রিন জব’-এর প্রশিক্ষণ দেবে কল্যাণী বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয়ের ইকোলজি স্টাডিজ় বিভাগের তরফে ছ’মাসের একটি সার্টিফিকেট কোর্সের মাধ্যমে গ্রিন জব সংক্রান্ত বিষয় শেখানো হবে। একই সঙ্গে, পরিবেশ দূষণ রুখতে, মাটি এবং জল সংরক্ষণে কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেই সম্পর্কেও থাকবে সচেতনতামূলক পাঠ।

Advertisement

স্বর্ণালী তালুকদার

কলকাতা শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৪ ০৮:৩৬
Share:

কল্যাণী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

নভেম্বরের প্রথম সপ্তাহে একটা সময়ে শীতের আমেজ উপভোগ করা যেত। এখনকার ছবিটা অবশ্য একেবারেই আলাদা। মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইম্প্লিমেন্টেশন-এর এনভিস্ট্যাটস ইন্ডিয়া ২০২৪-এর রিপোর্ট অনুযায়ী, ২০২৩-এ ভারতবর্ষের বার্ষিক গড় তাপমাত্রার পারদ ২৬.১৫ ডিগ্রি ছুঁয়েছে, বার্ষিক বৃষ্টিপাতের অঙ্ক ১০৯.৯ সেমিতে দাঁড়িয়ে। স্বভাবতই পরিবেশ নিয়ে বাড়ছে উদ্বেগ।

Advertisement

এই পরিস্থিতিতে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইকোলজিক্যাল স্টাডিজ় বিভাগের তরফে ‘ওয়াটার অ্যান্ড সয়েল কোয়ালিটি মনিটরিং অ্যান্ড এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট’ শীর্ষক একটি কোর্স করানো হবে। ওই কোর্সের মাধ্যমে পরিবেশ নিয়ে কাজ করতে আগ্রহীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। কী কী বিষয় শেখানো হবে তাতে?

সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় প্রধান জয়ন্ত কুমার বিশ্বাস জানিয়েছেন, পরিবেশ রক্ষার দায়িত্ব সকলেরই। কিন্তু এই গুরুদায়িত্ব সামলাতে হলে এটাও জানা প্রয়োজন, কাজটা কী ভাবে করতে হবে। তাই স্বল্প সময়ের এই কোর্সের মাধ্যমে শেখানো হবে ঠিক কী ভাবে জলের অপচয় বন্ধ করতে হবে, পানীয় জলের সংরক্ষণের সঠিক নিয়মগুলি কী কী। একই সঙ্গে, গ্রহণযোগ্য খাদ্য যে মাটিতে উৎপাদন করা হচ্ছে, তার গুণমান যাচাই করে পরিস্থিতি পর্যালোচনা করা এবং ফসল সংরক্ষণের পদ্ধতি সম্পর্কেও হাতেকলমে পাঠ থাকছে।

Advertisement

এই প্রসঙ্গে বলা প্রয়োজন, ইউনেস্কো-র সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যতেও পানীয় জলের ঘাটতি এবং তা সংরক্ষণ সম্পর্কিত বিষয়ে বিশেষ ভাবে জোর দেওয়া হয়েছে। তাই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তরফেও এই বিষয়টিতে গুরুত্ব দেওয়া হবে। এরই প্রেক্ষাপটে ‘গ্রিন জব’ সম্পর্কে দু’চার কথা বলেন বিভাগীয় প্রধান। তাঁর মতে, বর্তমান পরিস্থিতিতে সরকারি কিংবা বেসরকারি ক্ষেত্রে গতানুগতিক ধারার চাকরিতে সুযোগ অনেক কমে এসেছে। সেই জায়গায় ‘গ্রিন জব’ বিকল্প পেশা হিসাবে পরিবেশ নিয়ে কাজ করতে আগ্রহীদের জন্য তো বটেই, অন্যান্য বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে।

তবে, সীমিত আসনেই ভর্তি নেওয়া হবে আগ্রহীদের। এ ক্ষেত্রে তাঁদের বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং কিংবা টেকনোলজি শাখার যে কোনও বিষয়ে স্নাতক হওয়া প্রয়োজন। কোনও সংস্থায় কর্মরতরাও আবেদনের সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়ের তরফে আবেদনকারীদের বয়সের কোনও নির্দিষ্ট সীমা উল্লেখ করা হয়নি। কোর্স ফি হিসাবে জমা দিতে হবে ৫,০০০ টাকা।

যাঁরা ‘গ্রিন জব’ সম্পর্কে জানতে আগ্রহী কিংবা কোর্সটি করতে চান, তাঁদের অনলাইনে একটি ফর্ম পূরণ করে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে ৬ নভেম্বর থেকে, চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থীদের সঙ্গে কথা বলে তাঁদের কোর্স সম্পর্কে আগ্রহ যাচাই করা হবে। বাছাই করা প্রার্থীদের নাম প্রকাশিত হবে ২৬ ডিসেম্বরের মধ্যে। ক্লাস শুরু ৯ জানুয়ারি, ২০২৫ থেকে।

এই বিষয়ে জয়ন্তকুমার বিশ্বাস বলেন, “চাকরিজীবি হিসাবে স্নাতক এবং স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নদের স্বনির্ভরতার সুযোগ করে দেওয়াটাই এই কোর্সের মূল লক্ষ্য। একই সঙ্গে পরিবেশ রক্ষার দায়িত্ব সম্পর্কেও একই ভাবে তাঁদের ওয়াকিবহাল করার চেষ্টা করা হবে। প্রথাগত শিক্ষার বাইরেও সমাজ এবং পরিবেশের স্বার্থে এমন আরও কিছু বিষয় শেখানোর ভাবনা রয়েছে, যা মানুষ হয়ে ওঠার সহজপাঠ হিসাবে প্রতিফলিত হতে পারে। দ্রুতই এই ভাবনাগুলি বাস্তবায়িত করা হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement