ICAR Jobs

আইসিএআর অধীনস্থ প্রতিষ্ঠানে কর্মখালি, কোন কোন বিভাগে রয়েছে শূন্যপদ?

প্রতিষ্ঠানের রিওয়ার্ড-কর্নাটক গবেষণা প্রকল্পের জন্য কর্মী প্রয়োজন। কাজের জন্য প্রতি মাসে ২৫ হাজার থেকে ৩১ হাজার টাকা পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৬
Share:

ন্যাশনাল ব্যুরো অফ সয়েল সার্ভে অ্যান্ড ল্যান্ড ইউজ় প্ল্যানিং। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের গবেষণা প্রকল্পে কাজের জন্য কর্মী প্রয়োজন। ওই সংস্থার ন্যাশনাল ব্যুরো অফ সয়েল সার্ভে অ্যান্ড ল্যান্ড ইউজ় প্ল্যানিং-এর বেঙ্গালুরু শাখায় সাতটি শূন্যপদ রয়েছে। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিনিয়র রিসার্চ ফেলো, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement

সিনিয়র রিসার্চ ফেলো পদে সয়েল অ্যান্ড ওয়াটার কনজ়ারভেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে। তাঁদের জিয়োগ্রাফিক ইনফেরমেশন সিস্টেম এবং রিমোট সেন্সিং নিয়ে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। উল্লিখিত পদে কাজের জন্য প্রতি মাসের পারিশ্রমিক ৩১ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং কিংবা কৃষিবিদ্যায় স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। তবে উল্লিখিত বিষয়ে ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন, এমন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে প্রতি মাসের পারিশ্রমিক হবে ২৫ হাজার টাকা।

Advertisement

উল্লিখিত পদে পুরুষ আবেদনকারীদের বয়স ৩৫ বছর এবং মহিলা প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। নিযুক্তদের কর্নাটকের বিভিন্ন গ্রামে গিয়ে কাজ করতে হবে। আবেদনের জন্য ইমেল মারফত সমস্ত আনুষঙ্গিক নথি পাঠানো প্রয়োজন।

২৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। বাছাই করা প্রার্থীদের ২৬ ডিসেম্বর ইন্টারভিউয়ের জন্য বেঙ্গালুরুর দফতরে উপস্থিত থাকা প্রয়োজন। ওই দিনই চূড়ান্ত পদে বাছাই করা হবে। সংশ্লিষ্ট পদে নিয়োগ সংক্রান্ত আরও কী কী শর্ত রয়েছে, সেই বিষয়ে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement