রিজিওনাল সেন্টার ফর বায়োটেকনোলজি। ছবি: সংগৃহীত
জীবনবিজ্ঞান নিয়ে পড়াশোনার পর গবেষণার সুযোগ খুঁজছেন? হাতে রয়েছে জাতীয় স্তরে ‘জুনিয়র রিসার্চ ফেলো এলিজিবিলিটি টেস্ট’ উত্তীর্ণ হওয়ার শংসাপত্র? কাজের সুযোগ দিচ্ছে রিজিওনাল সেন্টার ফর বায়োটেকনোলজি। একটি মাত্র পদেই ‘প্রজেক্ট অ্যাসোসিয়েট’ নিয়োগ করা হবে। কাজ করতে হবে ‘বিশেষ’ প্রকল্পে। প্রকল্পের নাম, ‘অ্যাপটামের-ন্যানোপার্টিকেলস কনজুগেট: আ নেক্সট জেনারেশন থিরানোস্টিক এজেন্টস ফর ফাইটোপ্যাথোজেনিক ফাঙ্গি।
কারা আবেদন করতে পারবেন?
যে সমস্ত প্রার্থীরা জীবনবিজ্ঞান, ‘বায়োটেকনোলজি’, ‘মলিকিউলার বায়োলজি’, ‘বায়োকেমিস্ট্রি’, ‘মাইক্রোবায়োলজি’, ‘বায়োইনফরমেটিকস’, ‘জেনমিক্স’ বিষয়ে মাস্টার অফ সায়েন্স (এমএসসি) অথবা মাস্টার অফ টেকনোলজির (এমটেক) ডিগ্রি লাভ করেছেন, তাঁরা প্রজেক্ট অ্যাসোসিয়েট’ পদের জন্য আবেদন করতে পারবেন।
শর্তাবলি:
বেতন:
এই পদে নির্বাচিত প্রার্থী মাসে ৩১ হাজার টাকা বেতন হিসেবে পাবেন।
আবেদন পদ্ধতি:
মেল করে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
নিয়োগ পদ্ধতি:
আবেদনকারীদের আবেদন বাছাই করে অনলাইনে ইন্টারভিউ নেওয়া হবে।
এই পদে আবেদনপত্র পাঠানোর শেষ দিন ৯ জুলাই, ২০২৩। ১১ জুলাই প্রাথমিক পর্বে বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের বিষয়ে তথ্য পাঠানো হবে। ১৩ জুলাই, বেলা ১০টা নাগাদ অনলাইনে ইন্টারভিউ দিতে হবে প্রার্থীদের।