RCB Recruitment 2023

জীবনবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে? কেন্দ্রীয় সংস্থায় মিলবে গবেষণার সুযোগ

জাতীয় স্তরে জুনিয়র রিসার্চ ফেলো এলিজিবিলিটি টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে থাকবে অগ্রাধিকার। ছয় মাস বা এক বছর পর্যন্ত কাজের সুযোগ পাবেন নির্বাচিত ব্যক্তি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ জুন ২০২৩ ১৬:৫৭
Share:

রিজিওনাল সেন্টার ফর বায়োটেকনোলজি। ছবি: সংগৃহীত

জীবনবিজ্ঞান নিয়ে পড়াশোনার পর গবেষণার সুযোগ খুঁজছেন? হাতে রয়েছে জাতীয় স্তরে ‘জুনিয়র রিসার্চ ফেলো এলিজিবিলিটি টেস্ট’ উত্তীর্ণ হওয়ার শংসাপত্র? কাজের সুযোগ দিচ্ছে রিজিওনাল সেন্টার ফর বায়োটেকনোলজি। একটি মাত্র পদেই ‘প্রজেক্ট অ্যাসোসিয়েট’ নিয়োগ করা হবে। কাজ করতে হবে ‘বিশেষ’ প্রকল্পে। প্রকল্পের নাম, ‘অ্যাপটামের-ন্যানোপার্টিকেলস কনজুগেট: আ নেক্সট জেনারেশন থিরানোস্টিক এজেন্টস ফর ফাইটোপ্যাথোজেনিক ফাঙ্গি।

Advertisement

কারা আবেদন করতে পারবেন?

যে সমস্ত প্রার্থীরা জীবনবিজ্ঞান, ‘বায়োটেকনোলজি’, ‘মলিকিউলার বায়োলজি’, ‘বায়োকেমিস্ট্রি’, ‘মাইক্রোবায়োলজি’, ‘বায়োইনফরমেটিকস’, ‘জেনমিক্স’ বিষয়ে মাস্টার অফ সায়েন্স (এমএসসি) অথবা মাস্টার অফ টেকনোলজির (এমটেক) ডিগ্রি লাভ করেছেন, তাঁরা প্রজেক্ট অ্যাসোসিয়েট’ পদের জন্য আবেদন করতে পারবেন।

Advertisement

শর্তাবলি:

  • আবেদনকারীদের জাতীয় স্তরে ‘জুনিয়র রিসার্চ ফেলো এলিজিবিলিটি টেস্ট’-এ উত্তীর্ণ হতে হবে।
  • ‘ফাঙ্গাল কালচার’ বিভাগে কাজ করেছেন, এমন অভিজ্ঞ ব্যক্তিদের ক্ষেত্রে থাকবে অগ্রাধিকার
  • ‘মলিকিউলার বায়োলজি টুলস’, ‘ফাঙ্গাল জিন নকআউট’ সম্পর্কে জ্ঞান এবং কাজের অভিজ্ঞতা থাকলেও আবেদন গৃহীত হবে।

বেতন:

এই পদে নির্বাচিত প্রার্থী মাসে ৩১ হাজার টাকা বেতন হিসেবে পাবেন।

আবেদন পদ্ধতি:

মেল করে প্রার্থীরা আবেদন করতে পারবেন।

নিয়োগ পদ্ধতি:

আবেদনকারীদের আবেদন বাছাই করে অনলাইনে ইন্টারভিউ নেওয়া হবে।

এই পদে আবেদনপত্র পাঠানোর শেষ দিন ৯ জুলাই, ২০২৩। ১১ জুলাই প্রাথমিক পর্বে বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের বিষয়ে তথ্য পাঠানো হবে। ১৩ জুলাই, বেলা ১০টা নাগাদ অনলাইনে ইন্টারভিউ দিতে হবে প্রার্থীদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement