এএআই। সংগৃহীত ছবি।
রাষ্ট্রায়ত্ত সংস্থা এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)-য় চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, সংস্থার একটি বিভাগের জন্য এই নিয়োগ। দেশের বিভিন্ন আঞ্চলিক অফিসে পোস্টিং দেওয়া হবে নিযুক্তদের। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে। যা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
সংস্থায় কনসালট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে ২০টি। চুক্তিভিত্তিক এই পদে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে এক বছর। নিযুক্তদের কর্মস্থল হবে কলকাতা, মাদুরাই, চেন্নাই-সহ অন্য শহরে।
সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৬৫ বছর। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৭৫,০০০ টাকা। আবেদনকারীদের জন্য যোগ্যতার মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ২ এপ্রিল আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাইয়ের পর সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটটি দেখে নিতে হবে।