এমস কল্যাণী। সংগৃহীত ছবি।
কল্যাণীর অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ কর্মী নিয়োগ করা হবে। বুধবার সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে প্রার্থীদের। শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই আবেদনের যোগ্য। আগ্রহীদের অনলাইন এবং অফলাইনে এই পদে আবেদন জানাতে হবে।
নিয়োগ হবে ব্লাড সেন্টার টেকনিশিয়ান পদে। শূন্যপদ রয়েছে দু’টি। প্রার্থীদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হলেই আবেদন করতে পারবেন এই পদে। নিয়োগের পর মাসিক বেতনের পরিমাণ হবে ২৬,১০০ টাকা। প্রার্থীদের এই পদে চুক্তির ভিত্তিতে এক বছরের জন্য নিয়োগ করা হবে।
আবেদনের জন্য প্রার্থীদের দ্বাদশের পর মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি/ ট্রান্সফিউশন মেডিসিন/ ব্লাড ব্যাঙ্ক টেকনোলজিতে ডিপ্লোমার পাশাপাশি কোনও লাইসেন্সড ব্লাড সেন্টারে ব্লাড টেস্টের এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যাঁদের মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি বা ব্লাড ব্যাঙ্ক টেকনোলজিতে ডিগ্রির সঙ্গে ছ’মাস কোনও লাইসেন্সড ব্লাড সেন্টারে ব্লাড টেস্টের কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁরাও আবেদন করতে পারবেন। এ ছাড়াও অন্যান্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার ভিত্তিতেও এই পদে নিয়োগ করা হবে।
প্রার্থীদের নিয়োগ হবে ওএমআর/ লিখিত পরীক্ষা/ কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে। আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে আবেদনপত্র-সহ অন্যান্য নথি জমা দিতে হবে। এর পর সমস্ত নথি পাঠাতে হবে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানাতেও। আবেদনমূল্য বাবদ জেনারেল/ ওবিসি/ অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়াদের ৫০০ টাকা এবং এসসি/ এসটি শ্রেণিভুক্তদের ২৫০ টাকা জমা দিতে হবে। অনলাইন এবং অফলাইনে আবেদনের শেষ দিন যথাক্রমে ২৭ জুলাই এবং ৩ অগস্ট। এই বিষয়ে সমস্ত তথ্য আরও বিশদে জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যেতে হবে।