ফল বেরোতেই সিপিএম অফিসে ভাঙচুর, আগুন

ভোট মিটতেই শুরু হল ‘চড়াম চড়াম’। কেশপুর, মেদিনীপুর-সহ পশ্চিম মেদিনীপুরের একাধিক এলাকায় সিপিএম কার্যালয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০১৬ ০১:১০
Share:

পুড়ে গিয়েছে মেদিনীপুর শহরের রাঙামাটিতে বামেদের কার্যালয়।

ভোট মিটতেই শুরু হল ‘চড়াম চড়াম’। কেশপুর, মেদিনীপুর-সহ পশ্চিম মেদিনীপুরের একাধিক এলাকায় সিপিএম কার্যালয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

Advertisement

বৃহস্পতিবার দুপুরে ফাঁকাই ছিল মেদিনীপুর শহরের রাঙামাটিতে সিপিএমের লোকাল কমিটির কার্যালয়। অভিযোগ, সুনসান দোতলা কার্যালয়েই ভাঙচুর চালায় একদল তৃণমূল কর্মী। কাগজপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঝর্নাডাঙাতেও সিপিএমের একটি অফিসে হামলা হয়েছে। হবিবপুরে সিপিএমের শাখা অফিসের সামনে লাল পতাকা খুলে তৃণমূলের পতাকা টাঙানো হয় বলে অভিযোগ। একই ঘটনা ঘটে শহর লাগোয়া কালগাঙে। সিপিএমের মেদিনীপুর শহর জোনাল সম্পাদক সারদা চক্রবর্তী বলেন, “ভোটে হার-জিত থাকেই। তাই বলে এমন সন্ত্রাস হবে কেন?” পাশাপাশি তাঁর বক্তব্য, “মানুষ আক্রান্ত হলে পাশে গিয়ে দাঁড়ানোর জন্য দলের কর্মীদের বলা হয়েছে।” কেশপুরেও একাধিক শাখা অফিস আক্রান্ত হয়েছে বলে সিপিএমের অভিযোগ।

তৃণমূলের বিপুল জয় নিশ্চিত হতেই যে ভাবে হামলা শুরু হয়েছে, তাতে আগামী দিনে পরিস্থিতি আরও খারাপ হবে বলেই আশঙ্কা বিরোধী শিবিরের। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সব এলাকায় নির্দেশ পাঠিয়েছিলেন, ভোটের ফলপ্রকাশের দিন স্থানীয় নেতারা যেন এলাকা না ছাড়েন। কোথাও কোনও গোলমাল হলে তাঁরা যেন পদক্ষেপ করেন। পুলিশ-প্রশাসনের সঙ্গে সব রকম সহযোগিতা করেন। একাংশ নেতা অবশ্য এই নির্দেশ না মেনেই এ দিন এলাকা ছেড়েছেন। আর তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায়ের বক্তব্য, “জেলায় কোনও অশান্তি হয়েছে বলে জানা নেই। কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটে থাকতে পারে। ঠিক কী হয়েছে দেখছি।” তিনি আরও জানেন, কর্মীদের এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে। নিজস্ব চিত্র।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement