ঝালদার জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র।
নন্দীগ্রামে আহত হওয়ার পর সোমবার প্রথম জেলা সফরে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ায় জোড়া সভা রয়েছে তাঁর। প্রথম সভা ঝালদায়। পরের সভা রয়েছে বলরামপুরে। ঝালদার সভায় হুইল চেয়ারে বসেই ভাষণ তৃণমূল নেত্রীর।
• ১০ তারিখ একটি ঘটনায় সারা শরীরে চোট লাগে
• কিন্তু মানুষের যন্ত্রণা আমার থেকে আরও হেশি
• বাংলায় সব ধর্মের মানুষ একসঙ্গে থাকেন
• অধিবাসীদের জমির অধিকারে আমরা আইন করেছি
• পুরুলিয়ায় ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি
• বিজেপি গ্যাস-পেট্রোলের দাম বাড়িয়ে যাচ্ছে
• বিজেপি কেন্দ্রীয় সংস্থা বিক্রি করে টাকা কামাচ্ছে
• সেই টাকা ওরা নির্বাচনে খরচ করছে
• টাকা দিয়ে ভোট কিনতে চাইছে বিজেপি
• এত টাকা কোথায় পেল বিজেপি?
• নোটবন্দি করে টাকা কামিয়েছে বিজেপি
• কংগ্রেস-সিপিএম এখানে বিজেপি-র দালালি করে
• আপনাদের ভোট লুঠ করতে দেবেন না
• আমি যদি ভাঙা পায়ে লড়তে পারি, তা হলে তোমরা কেন লড়তে পারবে না? তৃণমূলকর্মীদের বার্তা মমতার
• অভিমান করে ঘরে বসে থাকবেন না, বিজেপি-র বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করুন, বার্তা মমতার
• বাংলা থেকে আমরা বিজেপি হঠাওয়ের ডাক দিয়েছি
• বিজেপি সারা দেশে স্বেচ্ছাচারিতা চালাচ্ছে, মানুষের কণ্ঠরোধ করছে
• পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে ভাড়া দেয়নি কেন্দ্র
• আমরা পরিযায়ী শ্রমিকদের পাশে থেকেছি
• বিজেপি-র কান্নায় ভুলবেন না
• এখানকার সাংসদ কিছু করেছেন এলাকার জন্য?
• কংগ্রেসকে ধাক্কা দিয়ে সরিয়ে দিন
• সব কাজ যদি মমতা দিদি করে, তা হলে খাল কেটে কুমির এনে কী লাভ?
• পুরুলিয়ায় ৬৪ হাজার কোটি টাকা বিনিয়োগ
• আমার পা ঠিকই থাকবে, কিন্তু ওঁদের নেতাদের বাংলায় পা পড়বে তো?
• এখানে বিপুল টাকা বিনিয়োগ হবে, কারও বাইরে কাজে যাওয়ার প্রয়োজন নেই। আমি সকলকে ফিরিয়ে আনব। বার্তা মমতার
• মা, বোনেরা এগিয়ে থেকে লড়াইয়ে নেতৃত্ব দিন।
গত ১০ মার্চ নন্দীগ্রামে আহত হওয়ার পর, ওই প্রথম জেলা সফরে মুখ্যমন্ত্রী। হুইল চেয়ারে বসেই মঞ্চে তিনি। রবিবার কলকাতায় মেয়ো রোড থেকে হাজরা পর্যন্ত পদযাত্রা হয় তৃণমূলের। সেই মিছিলে হুইল চেয়ারে বসেই যোগ দেন তৃণমূল নেত্রী। সেখান থেকেই তিনি রওনা দেন পুরুলিয়ার উদ্দেশে।
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে পুরুলিয়াতে ভাল ফল করেছিল তৃণমূল। তারা পুরুলিয়ার ৯টি বিধানসভার মধ্যে ৭টি দখল করে। ২টি আসন পায় কংগ্রেস। শূন্য হাতে ফিরতে হয় বিজেপিকে। কিন্তু লোকসভা ভোটে সেই হিসেব অনেকটা বদলে যায়।