West Bengal Assembly Election 2021

TMC Candidate list: পশ্চিম বর্ধমানের ঘাঁটি শক্ত করবে তৃণমূলের নতুন তালিকা, আশায় জেলা নেতৃত্ব

গত লোকসভা নির্বাচনে পশ্চিম বর্ধমানের ৯টি বিধানসভা কেন্দ্রেই এগিয়ে ছিল বিজেপি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২১ ০০:২৬
Share:

—নিজস্ব চিত্র।

দুর্বল ঘাঁটিতে কি পায়ের তলায় জমি পাবে তৃণমূল? মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত প্রার্থিতালিকায় আশার আলো দেখছেন পশ্চিম বর্ধমানের তৃণমূলের নেতা-কর্মীরা। শুক্রবার বিধানসভা ভোটের প্রার্থিতালিকা প্রকাশের পর আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে রীতিমতো বিজয়োল্লাসে মেতেছেন তাঁরা। সবুজ আবির নিয়ে বাজি ফাটিয়ে মিছিল করেছেন। বাড়ি বাড়ি মিষ্টিও বিতরণ করা হয়েছে তৃণমূলের তরফে।

Advertisement

গত লোকসভা নির্বাচনে পশ্চিম বর্ধমানের ৯টি বিধানসভা কেন্দ্রেই এগিয়ে ছিল বিজেপি। তার আগে ২০১৬-র বিধানসভা নির্বাচনেও ভাল ফল করতে পারেনি তৃণমূল। জেলার তৎকালীন নেতা জিতেন্দ্র তিওয়ারি দু’দিন আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এই পরিস্থিতিতে জিতেন্দ্রর কেন্দ্র পাণ্ডবেশ্বর নিয়ে বোধহয় কিছুটা সংশয়ে ছিলেন জেলা তৃণমূল নেতৃত্ব। তালিকা প্রকাশর পর তাদের বিজয়োল্লাসে স্পষ্ট হল সেই উদ্বেগও।

শুক্রবার আসানসোলের সিটি বাস স্ট্যান্ডের কাছে পরিবহণ শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়ার নেতৃত্বে মিছিল করে তৃণমূল সমর্থকরা। মিছিলে মন্ত্রী মলয় ঘটককে আবার জয়ী করার অঙ্গীকার করেন তাঁরা। আসানসোল দক্ষিণ বিধানসভা প্রার্থী ছিলেন তাপস বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রার্থী হিসেবে সায়নী ঘোষের নাম ঘোষণার পর রানিগঞ্জ বিধানসভা থেকে প্রার্থী করা হয় তাপসকে। নতুন কেন্দ্র নিয়ে অসন্তোষ প্রকাশ না করলেও তাপস বলেন, ‘‘সিপিআইএমের বিধায়ক রয়েছে এখানে। সেখানে জয়ী হওয়া একটু কঠিন। তবে আমি নিশ্চিত, জয়ী হবই।’’

Advertisement

জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন কয়লা শ্রমিক নেতা হরেরাম সিংহ। তাঁকে নিয়েও অনুগামীরা উচ্ছ্বসিত। এ ছাড়া দূর্গাপুর পূর্ব কেন্দ্রে আগের বার ভোটে হারলেও এ বার সেই প্রদীপ মজুমদারকেই প্রার্থী করা হয়েছে। দুর্গাপুর পশ্চিমে বিশ্বনাথ পাড়িয়াল বাম-কংগ্রেস জোটের প্রার্থী হয়ে ২০১৬ সালে বিধায়ক হয়েছিলেন। এ বার একই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন তিনি।

পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে জিতেন্দ্র তিওয়ারি বিজেপি-তে যোগ দিয়েছেন দিন দুয়েক আগে। তাঁর কেন্দ্রে এ বার তৃণমূলের প্রার্থী করা হয়েছে নরেন্দ্রনাথ চক্রবর্তীকে। নরেন্দ্রনাথ তৃণমূলের বহু পুরনো কর্মী। জিতেন্দ্র যদি বিজেপি-র হয়ে পাণ্ডবেশ্বরে প্রার্থী হন, তবে তাঁর বিরুদ্ধে প্রার্থী হবেন তিনিই। এ ছাড়া বারাবনি এবং কুলটি বিধানসভা কেন্দ্রে আগের বারের প্রার্থী বিধান উপাধ্যায়কে এবং উজ্জ্বল চট্টোপাধ্যায়কেই প্রার্থী করেছে তৃণমূল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement