টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা।
আহত মমতা বন্দ্যোপাধ্যায় হুইল চেয়ারে বসেই রাস্তায় নামলেন। মেয়ো রোড থেকে হাজরা পর্যন্ত রোড শো করলেন। হুইল চেয়ারে চেপেই অতিক্রম করলেন প্রায় পাঁচ কিলোমিটার। তাঁর পায়ে যে ব্যথা রয়েছে, সে কথা তার আগে যদিও মমতা টুইট করে জানিয়েছিলেন। পাশাপাশি জানিয়েছেন, মানুষের যন্ত্রণা আরও বেশি করে বিঁধছে তাঁকে।
নন্দীগ্রামে আক্রান্ত হওয়ার পর সাময়িক বিরতি নিয়ে রবিবার ফের ভোটের ময়দানে ফিরেছেন মমতা। চিকিৎসকদের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করেই নেমেছেন রাস্তায়। নন্দীগ্রাম দিবসে বাংলার মানুষের উদ্দেশে নেটমাধ্যমে বার্তা দেন মমতা। টুইটারে লেখেন, ‘সাহসের সঙ্গে লড়াই চালিয়ে যাব আমরা। এখনও অত্যন্ত যন্ত্রণার মধ্যে রয়েছি। কিন্তু মানুষের যন্ত্রণা আরও বেশি করে অনুভূত হচ্ছে। পবিত্র এই মাটিরক্ষার লড়াইয়েও কম যন্ত্রণা পোহাতে হয়নি আমাদের। আগামী দিনে আরও যন্ত্রণা সহ্য করতে রাজি। কিন্তু কাপুরুষদের সামনে কখনওই মাথা নোয়াব না’।