West Bengal Assembly Election 2021

Bengal Polls: চুঁচুড়ায় ভোটের শেষ লগ্নে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, জখম দু’পক্ষের একাধিক

বিজেপি-র অভিযোগ, শনিবার বিকালের দিকে ওই এলাকায় চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় সম্পর্কে কটূক্তি করছিলেন তৃণমূল কর্মীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চুঁচুড়া শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২১ ১৯:৪০
Share:

হাসপাতালে জখম বিজেপি কর্মী। নিজস্ব চিত্র।

চতুর্থ দফার নির্বাচনের শেষ পর্বে তৃণমূল এবং বিজেপি-র মধ্যে সংঘর্ষ বাধল হুগলির চুঁচুড়ায়। তা নিয়ে একে অপরের বিরুদ্ধে দোষারোপ করছে দু’পক্ষই। উভয় শিবিরেরই দাবি, তাঁদের একাধিক সমর্থক জখম হয়েছেন মারধরের ঘটনায়।

ঘটনার সূত্রপাত চুঁচুড়ার হুগলি কলিজিয়েট স্কুল চত্বরে। বিজেপি-র অভিযোগ, শনিবার বিকালের দিকে ওই এলাকায় চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় সম্পর্কে কটূক্তি করছিলেন তৃণমূল কর্মীরা। তাঁরা প্রতিবাদ করলে তাঁদের উপর চড়াও হন জোড়াফুল শিবিরের কর্মীরা। ঘটনাচক্রে শনিবার নানা ভাবে খবরের শিরোনামে চলে আসেন লকেট। বিজেপি নেতা সপ্তসতী বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘‘স্থানীয় তৃণমূল নেতা অমিত রায় সদলবদলে আমাদের উপর চড়াও হন।’’ অমিত হুগলি-চুঁচুড়া পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান।

Advertisement

বিজেপি-র অভিযোগ নিয়ে অমিতের পাল্টা অভিযোগ, ‘‘গেরুয়া শিবিরের কর্মীরাই আমাদের উপর চড়াও হয়েছিলেন। মহিলা-সহ আমাদের একাধিক কর্মী-সমর্থক জখম হয়েছেন।’’ এখানেই শেষ নয়, শনিবার বিকালেই ব্যান্ডেলের মহাত্মা গাঁধী হিন্দি স্কুলের সামনে ফের মুখোমুখি হয় তৃণমূল এবং বিজেপি দু’পক্ষ। দুই শিবিরের তরফেই স্লোগান দেওয়া চলতে থাকে। তার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ গিয়ে লাঠিচার্জ করে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement