Mamata Banerjee

Bengal Polls: ভোট দ্বিতীয়ায় অভিযোগ পাল্টা অভিযোগের কেন্দ্রেও রইল সেই নন্দীগ্রাম

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২১ ২১:৫৪
Share:

নন্দীগ্রামে বিক্ষোভ।

যুদ্ধক্ষেত্রে মমতা বনাম শুভেন্দু। আর মাঝখানে নন্দীগ্রাম। বাংলা আট দফায় বিধানসভা নির্বাচন। ২৯৪ টি বিধানসভা কেন্দ্রে। তার নিউক্লিয়াসে একটি মাত্র লড়াই। যা নিয়ে বৃহস্পতিবারের দ্বিতীয় দফার নির্বাচন সরগরম রইল দিনভর। এমনটা যে হবে আশা ছিলই। আঁচ আগেই পাওয়া গিয়েছিল। তারপরও বৃহস্পতিবার বার বার চমক লাগল। কখনও একদা ‘মাননীয়া’কে শুভেন্দু অধিকারীর ‘আন্টি’ সম্বোধনে। তো কখনও কোনও এক অখ্যাত গ্রাম বয়ালের মক্তব হাইস্কুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌঁছে যাওয়ায়। তারপর সেখান থেকে কেন্দ্রীয় বাহিনীর বিশাল মিছিলের কর্ডনে মমতার নন্দীগ্রামের অস্থায়ী ডেরায় ফেরা। কমিশনকে ঠেস দিয়ে মন্তব্য ‘‘এত খারাপ ভোট জীবনে দেখিনি।’’ এরই মধ্যে বুথ দখল, সংবাদমাধ্যমকে আক্রমণ। বাঁশের লাঠি নিয়ে গাড়ির পর গাড়ি ভাঙচুর। ইট-পাথর বৃষ্টি। অভিযোগ পাল্টা অভিযোগ সবই ছিল দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement