টুপি হাতে অগ্নিমিত্রা পাল। নিজস্ব চিত্র।
আসানসোলে বুথের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া টুপি পরে বসে থাকার অভিযোগ উঠল তৃণমূল এজেন্টের বিরুদ্ধে। বুথে ঢুকে সেটা দেখে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল ওই এজেন্টের মাথা থেকে টুপি খুলে নেন বলে জানা গিয়েছে। নির্বাচন কমিশনে তিনি অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন।
ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ বিধানসভার বক্তারনগর হাইস্কুলের একটি বুথে। অভিযোগ করে অগ্নিমিত্রা বলেন, ‘‘আমি বুথে ঢুকতেই আমার এজেন্ট আমাকে ঘটনাটি জানান। তৃণমূলের এজেন্ট নয়ন চাঁদ টুপি পরে বসেছিলেন। আমি সঙ্গে সঙ্গে খুলে নিই। ওরা নাকি সর্বভারতীয় দল। ওরা কি জানে না, কমিশনের নির্দেশ বুথের মধ্যে কোনও দলের লোগো বা কোনও রাজনৈতিক নেতা-নেত্রীর ছবি ব্যবহার করা যায় না। প্রিসাইডিং অফিসার নাকি দেখেননি। উনি নাকি অসুস্থ। এগুলো সব ভোটারদের প্রভাবিত করার জন্য করা হচ্ছে।’’
অগ্নিমিত্রা আরও বলেন, ‘‘আমি কমিশনে অভিযোগ জানাব। বার বার নির্বাচনী বিধি ভঙ্গ করার চেষ্টা করছে তৃণমূল।’’
এই অভিযোগের জবাবে অগ্নিমিত্রার প্রতিপক্ষ তথা আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ বলেন, ‘‘বিজেপি প্রার্থীর পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। উনি নিজের মাথার চুল ছিঁড়তে পারছেন না বলে টুপি ছিঁড়ে ফেলছেন।’’
অন্য দিকে ভোটকেন্দ্রে মমতার ছবি দেওয়া টি-শার্ট পরে ভোট দিতে যাওয়ার অভিযোগ উঠল। মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভার বাংরুয়া প্রাথমিক বিদ্যালয়ের ১৮৭ নম্বর বুথে ঘটে এই ঘটনা। বিষয়টি নজরে আসে কেন্দ্রীয় বাহিনীর কর্তাদের। সঙ্গে সঙ্গে তাঁরা ওই ভোটারকে টি-শার্ট বদল করে আসতে বলেন। তার পরেই তাঁকে ভোট দিতে দেওয়া হয়েছে বলে খবর।