এগরার সভায় অমিতের পাশে শিশির।
প্রচার সভা থেকে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ অমিত শাহের। মমতা বন্দ্যোপাধ্যায় ‘ভাইপো’কে মুখ্যমন্ত্রী করতে চান বলে দাবি করেন তিনি। শাহ বলেন, ‘‘ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান মমতাদি। মোদীজি সোনার বাংলা গড়তে চান। বিজেপি-কে ভোট দিন, ৫ বছরে সোনার বাংলা গড়ে দেব আমরা।’’
বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে সপ্তম বেতন কমিশন চালু হয়ে যাবে এবং শিক্ষকদের বেতন বাড়বে বলেও প্রতিশ্রুতি দেন শাহ। অমিত অভিযোগ করেন, ‘‘বাংলায় আগেও অনুপ্রবেশ ঘটত। এখনও চলছে। মমতা অনুপ্রবেশ বন্ধ করতে পেরেছেন কি? আমরা কাজে করে দেখাব।’’
বাংলায় দুর্গাপুজো, সরস্বতী পুজো করতে আদালতের অনুমতি নিতে হয় বলেও অভিযোগ করেন শাহ। তিনি বলেন, ‘‘বাংলায় দুর্গাপুজো করার জন্য আদালতের অনুমতি নিতে হয়। বাংলাভাষী শিক্ষকের উদ্দেশে গুলি ছোড়ে পুলিশ। একবার পদ্মের সরকার তৈরি করে দিন। বাংলার মাটিতে দুর্গাপুজো এবং সরস্বতী পুজো কেউ রুখতে পারবে না।’’
সরাসরি অপডেট—
• ১২.৫০: আগামী ২ মে তৃণমূল সরকারের পতন নিশ্চিত: শাহ।
• ১২.৪৫: বিজেপি কর্মীদের যারা খুন করেছে, ক্ষমতায় এলে পাতাল থেকে তাদের খুঁজে বার করব। খুনিদের জেলে ঢোকাব। তৃণমূলের গুন্ডারা শিক্ষা পাবে: শাহ
• ১২.৪৩: যে সরকার দুর্গাপুজো, সরস্বতী পুজো করতে দেয় না, সেই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই: শাহ
• ১২.৪০: ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান মমতাদি। মোদীজি সোনার বাংলা গড়তে চান। বিজেপি-কে ভোট দিন, ৫ বছরে সোনার বাংলা গড়ে দেব আমরা: শাহ
• ১২.৩৭: পাঁচ বছরে অনুপ্রবেশ বন্ধ করে দেব আমরা। বিজেপি জিতলে কাটমানি দিতে হবে না। বিজেপি-র সরকার এলেই সপ্তন বেতন কমিশন চালু হয়ে যাবে। শিক্ষকদের বেতন বাড়াব। মাহিষ্যদের ওবিসি-র আওতায় আনা হবে। চাকরি ক্ষেত্রে মহিলারা ৩৩ শতাংশ সংরক্ষণ পাবেন: শাহ
• ১২.৩৫: বাংলায় দুর্গাপুজো করার জন্য আদালতের অনুমতি নিতে হয়। বাংলাভাষী শিক্ষকের উদ্দেশে গুলি ছোড়ে পুলিশ। একবার পদ্মের সরকার তৈরি করে দিন। বাংলার মাটিতে দুর্গাপুজো এবং সরস্বতী পুজো কেউ রুখতে পারবে না: অমিত শাহ
• ১২.২৮: এটা আমার আত্মসম্মানের লড়াই, চিরকাল লড়াই করেছি, আগামী দিনেও লড়ব: শিশির
• ১২.১৫: অমিত শাহের সভায় পৌঁছলেন শিশির অধিকারী।