আলভিটো ডি কুনহা ফাইল চিত্র
নবান্ন দখলের লড়াইয়ে খেলোয়াড়, চিত্রতারকাদের দলে টানছে বিভিন্ন রাজনৈতিক দল। অনেককে প্রস্তাবও পাঠানো হচ্ছে। ঠিক সে ভাবেই ভারতীয় জনতা পার্টির প্রস্তাব পেয়েছেন বলে আনন্দবাজার ডিজিটালকে জানালেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার আলভিটো ডি কুনহা। তবে রাজনীতিতে যোগ দেওয়ার কোনও ইচ্ছেই নেই তাঁর। তিনি বলেন, ‘‘আমার কাছে বিজেপি-র প্রস্তাব ছিল। তবে আমি হ্যাঁ বা না কিছুই বলিনি। আমার মনে হয় আমার ফুটবলার হিসেবেই থেকে যাওয়া উচিত। তাই রাজনীতি নিয়ে কিছু ভাবিনি।’’
প্রাক্তন লাল-হলুদ ফুটবলার আরও বলেন, ‘‘আমি দেখছি অনেকেই বিভিন্ন দলে যোগ দিচ্ছেন। ভাল কাজ করতে পারলে ভাল কথা। তবে আমি যা বুঝি না তা নিয়ে এগোতে চাই না। যখন খেলতাম তখন চাকরির প্রস্তাবও ফিরিয়ে দিয়েছি। এই প্রস্তাবটাও ফিরিয়ে দিলাম।’’
তবে এর আগে তৃণমূলের হয়ে প্রচারে গিয়েছেন বলে স্বীকার করে নিলেন আলভিটো। তিনি বলেন, ‘‘এর আগে দুর্গাপুরে সৌমিকের সঙ্গেই প্রচারে বেরিয়েছি। তবে রাজনীতিতে সরাসরি যোগ দিতে চাই না। আমি আমার কাজে অনেক বেশি মনোযোগী হতে চাই। সেটাই করার চেষ্টা করছি।’’