রিপোর্ট তলব কমিশনের
বীরভুমের লাভপুরে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাংসদ মহম্মদ সেলিমের মন্তব্যের বিস্তারিত তথ্য জেলাশাসকের কাছে চেয়ে পাঠালো নির্বাচন কমিশন। জোট-প্রার্থীর সমর্থনে বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে গিয়ে সেলিম বলেন, ‘‘শহিদদের রক্তের হিসেব আমরা নেব।’’ শুক্রবার কমিশনের এক কর্তা জানান, কেউ অভিযোগ জানায়নি। কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে জেলাশাসকের কাছে রিপোর্ট চেয়েছে।
অসুস্থ প্রার্থী
কড়া রোদ মাথায় নিয়ে মিছিলে প্রায় সাড়ে চার ঘণ্টা হেঁটে মনোনয়ন জমা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন ক্যানিং পূর্ব কেন্দ্রের তৃণমূল প্রার্থী সওকত মোল্লা। শুক্রবার সকাল সাড়ে ৭টা নাগাদ জীবনতলার ঝোড়োর মোড় থেকে মিছিলে পা মেলান সওকত। মহকুমাশাসকের দফতরে পৌঁছে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে মনোনয়ন জমা দেন।
ভোটের প্রাপ্তি
স্কুলে ছিল না শৌচাগার। ভোটের কল্যাণে পাকাপোক্ত শৌচাগার পেয়ে মুর্শিদাবাদের সন্ন্যাসীডাঙা গার্লস জুনিয়র হাইস্কুলের স্কুলের পড়ুয়াদের সঙ্গেই শিক্ষক-শিক্ষিকারাও স্বস্তিতে। সকলেই বলছেন, ‘‘ভাগ্যিস, ভোটটা হল!’’