BJP

Bengal Polls: দিনহাটায় বিজেপি কর্মীকে মারধর, দলীয় কার্যালয়ে আগুন, অভিযোগ ওড়াল তৃণমূল

বিজেপি-র অভিযোগ, তাদের এক কর্মী সুনীল শীল দলীয় কার্যালয়ে গেলে তৃণমূলের দুষ্কৃতীরা তাঁকে বেধড়ক মারধর করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ২২ মার্চ ২০২১ ০৪:৩০
Share:

বিজেপি-র দলী। কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। নিজস্ব চিত্র।

নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে কোচবিহারের দিনহাটা বিধানসভা কেন্দ্র। রবিবার দিনহাটা নয়ারহাট আবুতারা এলাকায় বিজেপি কর্মীকে মারধর, দলীয় কার্যালয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়।

Advertisement

বিজেপি-র অভিযোগ, তাদের এক কর্মী সুনীল শীল দলীয় কার্যালয়ে গেলে তৃণমূলের দুষ্কৃতীরা তাঁকে বেধড়ক মারধর করে। এমনকি দলীয় কার্যালয় ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। দিনহাটা মহকুমা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। যদিও সমস্ত অভিযোগ খারিজ করেছে তৃণমূল। পাল্টা তারা অভিযোগ তুলেছে, এটা বিজেপি-র গোষ্ঠীকোন্দলের ফল।

বিজেপি-র রাজ্য কমিটির সদস্য এবং মুখপাত্র দীপ্তিমান সেনগুপ্ত বলেন, “রবিবার সন্ধ্যায় নয়ারহাট বাজারে বিজেপি-র একটি মিছিল ছিল। মিছিল শেষে বিজেপি কর্মীরা বাড়ি ফিরে গেলে তৃণমূলের দুষ্কৃতীরা আবুতারায় দলীয় কার্যালয়ে হামলা চালায়। এক কর্মীকে মারধর করা হয়। শুধু তাই নয়, দলীয় কার্যালয় ভাঙচুর করে তারা আগুন ধরিয়ে দেয়। বিজেপি কর্মী এবং স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় আগুন নেভানো হয়।”

Advertisement

দিনহাটা কেন্দ্রের তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেন, “বিজেপি-র প্রার্থী পছন্দ না হওয়ায় নিজেদের মধ্যেই গোষ্ঠী কোন্দল শুরু হয়েছে। সে কারণে বিজেপি অন্য গোষ্ঠীর লোকেরাই দলীয় কার্যালয় ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছেন। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোন যোগসুত্র নেই।” এলাকায় উত্তেজনা থাকা পুলিশ মোতায়েন করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement