উদ্ধার হওয়া বোমা। নিজস্ব চিত্র।
ভোট যত এগিয়ে আসছে রাজনৈতিক উত্তেজনাও বাড়ছে পাল্লা দিয়ে। কোচবিহারের শীতলকুচিতে এক বিজেপি কর্মীর বাড়ির সামনে থেকে উদ্ধার হল ব্যাগভর্তি তাজা বোমা। বোমা উদ্ধার ঘটনা ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।
প্রায় মাস খানেক পর চতুর্থ দফায় ১০ এপ্রিল ভোট শীতলকুচিতে। কিন্তু তার আগে শুক্রবার শীতলকুচির নগরলাল বাজার বটতলা এলাকায় এক বিজেপি কর্মী বাড়ির সামনে থেকে উদ্ধার হয় বোমাগুলি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বটতলার বাসিন্দা সাহিদার রহমানের পুত্রবধূ পারবিনা খাতুন শুক্রবার সকালে বাড়ির সামনে মাচার উপর একটি ব্যাগ দেখতে পান। পরিবারের বাকি সদস্যদের ডেকে দেখান ব্যাগটি। প্রথমে কেউই বুঝতে পারেননি ব্যাগে তাজা বোমা রয়েছে বলে।
পারবিনা বলেন, “প্রথমে বুঝতে পারিনি এগুলি বোমা। তাই হাতে নিয়ে অনেক ক্ষণ দেখেছিলাম। কিন্তু পরে জানতে পারি সেগুলি বোমা।” সাহিদার ছেলে কিতাবুল মিয়া দাবি করেন, তাঁর বাবা বিজেপি করেন। তাই তাঁকে ফাঁসানোর জন্য চক্রান্ত হচ্ছে। বোমা উদ্ধারের খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
বোমা পাওয়ার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার পুলিশ। পুলিশ পৌঁছে বোমাগুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করে। কারা কী উদ্দেশে বোমাগুলি সেখানে রেখেছিল তা খতিয়ে দেখছে পুলিশ।