ছবি: পিটিআই।
গত বুধবার নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার ঘটনায় শুক্রবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। এই ঘটনায় তদন্তের দাবি করে তারা। এ বার এই ঘটনায় দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে গেলেন বিজেপি নেতারা। তৃণমূলের অভিযোগের পাল্টা অভিযোগ করতেই মূলত কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি।
শুক্রবার বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল যায় কমিশনে। সেই দলে ছিলেন পীযূষ গয়াল, সম্বিত পাত্র, স্বপন দাশগুপ্ত, অনির্বাণ গঙ্গোপাধ্যায়, শিশির বাজোরিয়া প্রমুখ।
তৃণমূল নির্বাচন কমিশনে গিয়ে মমতার উপর হামলার জন্য বিজেপিকে দায়ী করেছে। সেই অভিযোগের পাল্টা অভিযোগ করেছেন বিজেপি নেতারা। এই ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি করেছে বিজেপি।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনে যান তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদাররা। সেখানে তাঁরা নিজেদের অভিযোগে কিছু বিষয়ের কথা উল্লেখ করেন। যেমন, ঘটনার আগে নিজের ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রীর আঘাত পাওয়ার ইঙ্গিত করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ঘটনার সময় সেখানে কোনও পুলিশকর্মী ঘটনাস্থলে ছিলেন না বলেও অভিযোগ তৃণমূলের। ঘটনার আগে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ও বাবুল সুপ্রিয়র সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে পরিষ্কার মুখ্যমন্ত্রীর উপরে হামলা করার চক্রান্ত ছিল আগে থেকে।
নিজেদের অভিযোগের সপক্ষে তথ্য প্রমাণও দাখিল করে তৃণমূল। তার পাল্টা এবার এল বিজেপির তরফে।