কংগ্রেস ছেড়ে তৃণমূলে একাধিক নেতা। নিজস্ব চিত্র।
ভোটের মুখে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন দলের নেতারা। তাই রাতারাতি ভোল বদলাল দলীয় দফতরও। এই ছবি দেখা গেল আসানসোল উত্তর বিধানসভার রাহা লেনে।
সোমবার রাজ্যের মন্ত্রী তথা আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের জোড়াফুল প্রতীকের প্রার্থী মলয় ঘটকের হাত ধরে দলবদল করেন কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সাধারণ সম্পাদক মহম্মদ শাহিদ পরভেজ, জিতু সিংহ এবং ভিনসেন্ট হুইলার। এর পর রূপ বদলে যায় রাহা লেনের কংগ্রেসের ওই দফতরটিরও। কংগ্রেস ত্যাগী ওই নেতাদের অধীনে ছিল দফতরটি। তা সাজানো হয় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে। কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, ‘‘তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয় দখল করছে। এটা ওদের সংস্কৃতি। আজ যাঁরা তৃণমূলে যোগ দিলেন তাঁরা কংগ্রেসে থেকেও ওদের হয়েই কাজ করতেন। ওঁদের দলত্যাগে কংগ্রেস আরও শক্তিশালী হবে।’’
তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসনের কথায়, ‘‘কংগ্রেসের ওই দফতর যাঁদের দায়িত্বে ছিল তাঁরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে ভালবেসে তৃণমূলে যোগ দিয়েছেন। ওই দফতরটিতে কংগ্রেসের আর কেউ বেঁচে নেই। আসানসোলে কংগ্রেসের কেউ নেই।’’