প্রয়াত জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী। —ফাইল চিত্র।
করোনায় আক্রান্ত হয়ে এ বার মৃত্যু হল জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর। শুক্রবার বিকেলে বহরমপুরের কোভিড হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৭২। সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক ওরফে মন্টু বিশ্বাসের পর চলতি বিধানসভা নির্বাচন পর্বের মাঝেই চলে গেলেন এই আরএসপি প্রার্থী।
সোমবার, ৫ এপ্রিল জঙ্গিপুর ৫৮ নম্বর বিধানসভার আরএসপি প্রার্থী প্রদীপের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছিল। তার পর শুক্রবার বিকেলেই প্রদীপের মৃত্যু হয়। ফলে ৮ দফার চলতি ভোট পর্বের মাঝেই দু’টি আলাদা রাজনৈতিক দলের প্রার্থীর মৃত্যু হল কেবলমাত্র মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমায়।
প্রদীপের পরিবার সূত্রে খবর, বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন এই প্রবীণ রাজনীতিক। গত সপ্তাহে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। সে সময় থেকেই গুরুতর অসুস্থ হয়ে বহরমপুর কোভিড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
শুক্রবার মুর্শিদাবাদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত বিশ্বাস বলেন, ‘‘গত দু’দিন ধরে কোভিড আক্রান্ত ছিলেন প্রদীপবাবু। গুরুতর অসুস্থও ছিলেন। চিকিৎসকেরা চেষ্টা করছিলেন, কিন্তু শেষরক্ষা হল না। শুক্রবার বিকেলে তিনি মারা যান।’’
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালেই করোনা আক্রান্ত অবস্থায় মৃত্যু হয় সামশেরগঞ্জের সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থীর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে কংগ্রেস তথা রাজ্য রাজনীতির অন্দরে।