Mamata Banerjee

Bengal Polls: বুলেট নয়, ব্যালটের মাধ্যমে বদলা চাই, দমদমের জনসভায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

১৭ এপ্রিল নীলবাড়ির লড়াইয়ের পঞ্চম দফায় ৬টি জেলার ৪৫টি আসনে ভোট। তার আগে উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত দমদমে জনসভা করছেন মমতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২১ ১৫:৪৯
Share:

ছবি: মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।

পঞ্চম দফায় ভোটের আগে দমদমে জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী শনিবার, ১৭ এপ্রিল নীলবাড়ির লড়াইয়ের পঞ্চম দফায় ৬টি জেলার ৪৫টি আসনে ভোট। তার আগে উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত দমদমে জনসভা করছেন মমতা।

Advertisement

এক নজরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য:

• বুলেট নয়, ব্যালটের মাধ্যমে বদলা চাই।
• আগে রাজারহাট থেকে দমদম যেতে ১ ঘণ্টা লাগত। এখন ২৫ মিনিটে যাওয়া যায়।
• এত টাকা ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গিয়েছে।
• আমরা সব ধর্মের জন্য কাজ করেছি। একটাই কাজ বাকি আছে। বিজেপি হঠাও, দেশ বাঁচাও।
• আমরা ৫০০ থেকে ১ হাজার টাকা মা-বোনেদের অ্যাকাউন্টে পৌঁছে দেব।
• তৃণমূল যেটা বলে, সেটা করে।
• কেন তোমার ভিসা ক্যানসেল হবে না, বলো নরেন্দ্র মোদী?
• মতুয়াদের জন্য বিশ্ববিদ্যালয় করেছি।
• আমি চ্যালেঞ্জ করছি, মতুয়াদের জন্য যদি কিছু না করে থাকি, তবে পদত্যাগ করব।
• বাংলাকে গুজরাত হতে দেব না। এটাই আমাদের শপথ।
• আপনার মুখে দরিদ্রের কথা শোভা পায় না। আপনার মুখে বর্বরতার কথা শোভা পায়।
• বাংলাকে গুজরাত বানাবেন না। বাংলা কখনও বাংলাকে গুজরাত হতে দেবে না।
• হাজার টাকায় গ্যাস আর ইলেকশনে ক্যাশ। আর এর পরে বেলুন ফেটে হবে ধপাস। ডাবল ইঞ্জিন বলে নোটবন্দি করেছে। লকডাউন করো লোকের ভবিষ্যৎ কেড়েছে।
• বিনা পয়সায় স্বাস্থ্যসাথীর কার্ড, রেশন করে গিয়েছি। চিকিৎসা, খাদ্য জোগাড় হয়ে গেলে অনেক কিছু হয়ে যায়। বিজেপি ১৫ লক্ষ টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে বলেছিল, দিয়েছে কখনও?
• যে কাজ আমরা করেছি, বিজেপি যদি তার একটা নজির দেখাতে পারে, তা হলে রাজনীতি ছেড়ে দেব।
• দমদম উত্তরে চন্দ্রিমা ভট্টাচার্যকে জেতাতেই হবে। কারণ চন্দ্রিমা খুব কাজের মেয়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement