Adhir Ranjan Chowdhury

Bengal Poll: মুর্শিদাবাদে জোটে এখনও জট, নওদায় দু’জনকে বহিষ্কার করলেও সামশেরগঞ্জ নিয়ে অনড় সিপিএম

২০১৯ সালের লোকসভা ভোটের হিসেবে সামশেরগঞ্জে প্রথম স্থানে আছে কংগ্রেস। দ্বিতীয় তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বহরমপুর শেষ আপডেট: ২৪ মার্চ ২০২১ ১৯:৩৬
Share:

সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী মহম্মদ রেজাউল হক এবং সিপিএম প্রার্থী মোদাস্‌সর হোসেন। নিজস্ব চিত্র।

অধীর চৌধুরীর গড়ে জোটে জট অব্যাহত। মুর্শিদাবাদের সামশেরগঞ্জ বিধানসভা নিয়ে সমাধান সূত্রের সন্ধান মেলেনি এখনও। কংগ্রেস এবং সিপিএম, দু’পক্ষই এখনও অনড় অবস্থানে। অন্যদিকে, নওদা আসনে প্রার্থী দেওয়া নিয়ে সাংবাদিক বৈঠক করার জন্য দুই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলী।

Advertisement

সামশেরগঞ্জে সিপিএম প্রার্থী মোদাসসর হোসেন থাকবেন। প্রার্থী প্রত্যাহার করা হবে না বলে বুধবার জানালেন মুর্শিদাবাদ জেলা সিপিএমের সম্পাদক নৃপেন চৌধুরী। বহরমপুরে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘সংযুক্ত মোর্চার পক্ষ থেকে সামশেরগঞ্জে প্রার্থী দেওয়া হয়েছে সেই প্রার্থী পদ প্রত্যাহার করা হবে না।’’ সামশেরগঞ্জে ইতিমধ্যেই মহম্মদ রেজাউল হককে প্রার্থী করেছে কংগ্রেস।

প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা ভোটের হিসেবে সামশেরগঞ্জে প্রথম স্থানে আছে কংগ্রেস। দ্বিতীয় তৃণমূল। তবে মুর্শিদাবাদ জেলায় সংযুক্ত মোর্চার সমর্থনে ভোট প্রার্থী হিসেবে আগেই নাম ঘোষণা করা হয় মোদাসসর হোসেন নাম, সম্প্রতি সামসেরগঞ্জে কংগ্রেস প্রার্থী নাম ঘোষণা করা হয়। তারপর তৈরি হয় মুর্শিদাবাদ জেলাতে জোটে জট। নৃপেন জানিয়েছেন, মুর্শিদাবাদ জেলার ২২টি বিধানসভা আসনের মধ্যে ৬টি-তে লড়াই করবে সিপিএম। বাকি আসনে কংগ্রেসকে সমর্থন করা হবে।

Advertisement

নওদা বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চার তরফে প্রার্থী করা হয়েছে কংগ্রেসের মোশারফ হোসেনকে। সদ্য তৃণমূল থেকে কংগ্রেসে যোগ দেওয়া মোশারফকে প্রার্থী হিসেবে মানা সম্ভব নয় বলে দাবি তুলেছে স্থানীয় সিপিএমের একাংশ। বিদ্রোহী শিবিরের দুই নেতা তথা সিপিএমের জেলা কমিটির সদস্য গোরাচাঁদ বসু এবং শমীক মণ্ডলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত দু’জন সাংবাদিক বৈঠকে ঘোষণা করেছিলেন কংগ্রেস প্রার্থী মোশারফ হোসেনকে মানা হবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement