নিজস্ব চিত্র
পুরুলিয়ায় বিজেপির ‘সিধু কানহু সম্মান যাত্রা’-র গাড়ি যাওয়া নিয়ে তীব্র উত্তেজনা ছড়াল। মানবাজারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা শেষ হওয়ার পরে দলে দলে তৃণমূল সমর্থক পুরুলিয়া মানবাজারে রাস্তা ধরে ফিরছিলেন। সেই সময়েই মানবাজারের দিক থেকে ওই গাড়িটি ভিড়ের মধ্যে ঢুকে দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করে। তাতেই গোলমাল বাধে। প্রাথমিক ভাবে তৃণমূল সমর্থকদের সঙ্গে উত্তেজিত কথাবার্তা শুরু হয়। তৃণমূলের সমর্থকরা স্লোগান দিতে শুরু করেন। বিজেপি-র অভিযোগ, গাড়ি ভিড় কাটিয়ে এগিয়ে যেতে চেষ্টা করলে তৃণমূল সমর্থকদের ভিড়ের মধ্যে থেকে জনতা ইট পাটকেল ছুঁড়তে শুরু করে। তাতেই গাড়ির কাচ ভেঙে যায়। গাড়িতে উপস্থিত বিজেপি-র দলীয় সমর্থকরা তারপর ওই অঞ্চল ছেড়ে পালিয়ে যান।
পরে পুলিশ বিজেপি কর্মীদের উদ্ধার করে নিরাপদে নিয়ে যায়। বিজেপি-র পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, গাড়িতে থাকা নরেন্দ্র মোদীর ছবিতে কাদা ছিটিয়ে দেন তৃণমূল সমর্থকরা। এর পর গাড়িটি উদ্ধার করে পুলিশ যখন মানবাজার থানার দিকে নিয়ে যাচ্ছিল তখন শ্যামপুর গ্রামের কাছে ওই গাড়িটির যাত্রা পথ আটকে অবস্থান শুরু করেন মানবাজার বিধানসভার বিজেপি প্রার্থী গৌরী সিংহ সর্দার ও অন্য সমর্থকরা। ঘণ্টা খানেক সেই অবস্থান চলে। যদিও পরবর্তীক্ষেত্রে সেই অবরোধ তুলে দেয় পুলিশ। পরে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা আসেন ঘটনাস্থলে। তিনি অভিযোগ করে বলেন, ‘‘এই ঘটনার সময় পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা নিয়েছিল। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখেও কোনওরকম পদক্ষেপ করেনি।’’