Birbhum

Bengal Polls: ভয় দেখিয়ে রাতের অন্ধকারে বিজেপি-র দেওয়ালদখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

অভিযোগ বাড়ির মালিকদের ভয় দেখিয়ে দেওয়াল লেখার অনুমতিপত্রে সই করায় তৃণমূল। বুধবার রাতের অন্ধকারেই তৃণমূল সেগুলি দখল নিয়ে দলের প্রতীক এঁকে দিয়েছে বলে অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মার্চ ২০২১ ১৮:২০
Share:

এই দেওয়াল লেখা ঘিরে বিতর্ক। নিজস্ব চিত্র।

দেওয়াল দখলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বীরভূমের মহম্মদ বাজার এলাকায়। বিজেপি-র চুন করা দেওয়ার রাতের অন্ধকারে দখল করে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল দাবি, তারা অন্য কারও দেওয়াল দখল করেনি।

Advertisement

ভোট যত এগিয়ে আসছে জেলায় জেলায় শাসক-বিরোধীদের রাজনৈতিক চাপানউতর ক্রমশ বাড়ছে। পিছিয়ে নেই বীরভূমও। মহম্মদ বাজারের স্থানীয় বিজেপি নেতৃত্ব বৃহস্পতিবার দাবি করেন, মহম্মদবাজার পঞ্চায়েতের হাটতলা ২৭ নম্বর ওয়ার্ডেরকিছু দেওয়াল বাড়ি মালিকদের মৌখিক অনুমতি নিয়ে তারা চুন করেছে। যেহেতু তাঁদের প্রার্থীর নাম এখনও ঘোষণা হয়নি, তাই দেওয়ালগুলি শুধু চুন করে বিজেপি-র নাম লিখে রাখা হয়েছিল। কিন্তু ওই বাড়ির মালিকদের ভয় দেখিয়ে দেওয়াল লেখার অনুমতিপত্রে সই করায় তৃণমূল। বুধবার রাতের অন্ধকারেই তৃণমূল সেগুলি দখল নিয়ে দলের প্রতীক এঁকে দিয়েছে বলে অভিযোগ।

Advertisement

বিষয়টিবৃহস্পতিবার সকালে চোখে পড়ে বিজেপি কর্মীদের। তার পরই উত্তেজনা ছড়ায় এলাকায়।যদিও বিজেপি-র দেওয়াল দখলের অভিযোগ অস্বীকার করেছে মহম্মদবাজারের তৃণমূল নেতৃত্ব।তৃণমূলের মহম্মদ বাজার ব্লক সভাপতি তাপস সিনহাঅভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা অন্য কারও দেওয়ার দখল করিনি। বাড়ি মালিকের অনুমতি নিয়েই দেওয়াল লিখেছি। বিজেপি মিথ্যা অভিযোগ করছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement