West Bengal Assembly Election 2021

Bengal Polls: প্রচারে মাস্ক থাক, আবেদন বামেদের

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২১ ০৭:৩২
Share:

—ফাইল চিত্র।

নির্বাচনী প্রচারের ভিড়ে করোনার বিধি মানার লক্ষণ দেখা যাচ্ছে না প্রায় কোথাও। বেপরোয়া না হয়ে করোনার নতুন সংক্রমণ ঠেকাতে ভোটের প্রচারের সময়ে মাস্ক অন্তত ব্যবহার করার জন্য আবেদন জানাল বামফ্রন্ট। আলিমুদ্দিনে বুধবার সংযুক্ত মোর্চার তরফে যৌথ আবেদন প্রকাশ উপলক্ষে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেন, ‘‘ভোটের প্রচারে যে মিছিল বা রোড-শো হচ্ছে, তাতে কেউ কেউ মাস্ক পরছেন। কিন্তু অনেকেরই মাস্ক নেই। দূরত্ব-বিধি মানা হচ্ছে আরও কম। প্রচারে বা মিছিলে দূরত্ব-বিধি যদি মানা সম্ভব না-ও হয়, তার চেয়ে বেশি ক্ষতি মাস্ক না পরায়। করোনার পরবর্তী ঢেউ সামাল দিতে মাস্ক পরতেই হবে।’’ সব রাজনৈতিক দলের নির্বাচনী কর্মসূচিতেই যাতে মাস্ক পরে ন্যূনতম স্বাস্থ্যবিধি মানা হয়, সেই আবেদন করেছেন বিমানবাবু। পাশাপাশি বাম কর্মী-সমর্থকদের এই বিষয়টির প্রতি নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement