নিজস্ব চিত্র।
ভোট কেন্দ্রের ভিতরে ও ভোটিং মেশিনে পর্যাপ্ত আলো না থাকায় ভোট দিতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ উঠল জলপাইগুড়ির ধূপগুড়ির একটি বুথে। ফলে বাধ্য হয়ে ভোটাররা মোবাইলের লাইট, টর্চ জ্বালিয়ে ভোট দিচ্ছেন বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির ১৪৫ নম্বর বুথে। সেখানে ভোটাররা অভিযোগ করেন, ভোট কেন্দ্রের ভিতরে আলো কম। সেই সঙ্গে ইভিএম মেশিনেও পর্যাপ্ত আলো নেই। ফলে কোনও প্রার্থীর প্রতীকই নাকি ঠিক ভাবে বোঝা যাচ্ছে না। ফলে সমস্যায় পড়েন ভোটাররা।
জানা গিয়েছে, ভাল করে প্রতীক দেখার জন্য মোবাইলের আলো জ্বেলে ভোট দেন অনেকে। কাউকে আবার বুথের ভিতরে টর্চ দেওয়া হয়। টর্চ জ্বেলেই ভোট দেন তাঁরা।
এই বিষয়ে কমিশনে অভিযোগ জানানো হয়েছে বলেও খবর। কিন্তু তারপরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি। বিজেপি-র অভিযোগ, ভোটারদের যাতে ভোট দিতে সমস্যা হয় তার জন্যই তৃণমূল এই ঘটনা ঘটিয়েছে। অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।