নিজস্ব চিত্র।
বিধানসভা নির্বাচনের মধ্যেই আবারও প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠী কোন্দল। তৃণমূলের একটি গোষ্ঠীর বিরুদ্ধে তৃণমূলেরই এক কর্মীকে লোহার রড দিয়ে মারধর করার অভিযোগ উঠল।
ঘটনাটি ঘটেছে শান্তিপুর বিধানসভার বড় গোস্বামী পাড়া এলাকায়। বাপন বিশ্বাস নামে ওই তৃণমূল কর্মী প্রতিদিনের মতো কাজ সেরে বাড়িতে ফিরছিলেন। হঠাৎই বেশ কিছু দুষ্কৃতী তাঁর উপরে চড়াও হয় এবং লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে করে বলে অভিযোগ। বেশ কিছুক্ষণ মারধরের পরে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়।
মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে যান রানাঘাট দক্ষিণের তৃণমূলের যুব প্রাক্তন সহ-সভাপতি সৌমিক প্রামাণিক ও শান্তিপুর বিধানসভা এলাকার তৃণমূল কর্মীরা। তাঁদের অভিযোগ দুষ্কৃতীরা তৃণমূলের অন্য একটি গোষ্ঠীর আশ্রিত। ওই আক্রান্ত তৃণমূল কর্মীকে প্রথমে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর অবস্থা আশঙ্কাজনক হলে তাঁকে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। প্রসঙ্গে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সৌমিক।
এর আগেও শান্তিপুর বিধানসভা এলাকায় অনেক বার তৃণমূলের গোষ্ঠী কোন্দল উঠে এসেছে। নির্বাচনের মধ্যে আবারও প্রকাশ্যে গোষ্ঠী কোন্দলের অভিযোগ উঠল।