Vote

WB Election: বাড়িতে বসেই ভোট বালুরঘাটে, খুশি বৃদ্ধ-বৃদ্ধারা

নির্বাচন কমিশন এবার ৮০ বছরের বেশি বয়সীদের জন্য এই নতুন নিয়ম চালু করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বালুরঘাট শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২১ ১৯:০৩
Share:

নিজস্ব চিত্র

আশি ঊর্ধ্ব বৃদ্ধ-বৃদ্ধারা বাড়িতে বসেই ভোট দিলেন বালুরঘাটে। শুক্রবার বালুরঘাট বিধানসভা এলাকায় তাঁদের বাড়িতে গিয়ে ভোট নিলেন নির্বাচন দপ্তরের কর্মীরা। করোনা পরিস্থিতিতে বাড়িতে বসেই ভোট দিতে পেরে খুশি এলাকার বৃদ্ধ-বৃদ্ধারা।

Advertisement

নির্বাচন কমিশন এবার ৮০ বছরের বেশি বয়সীদের জন্য এই নতুন নিয়ম চালু করেছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বাড়ি থেকে ভোট দেওয়ার জন্য মাসখানেক আগে আবেদন করতে হয়। সেই আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট বাড়িগুলিতে গিয়ে সেইসব ভোটারদের দেওয়া তথ্য যাচাই করে নির্বাচন দপ্তর। এদিন নির্বাচন দপ্তরের অধীনে বাড়ি গিয়ে ভোট গ্রহণ করেন প্রিজাইডিং অফিসাররা। নিরাপত্তার দিকে লক্ষ্য রেখে সঙ্গে ছিল রাজ্য ও কেন্দ্রীয় বাহিনী।

বালুরঘাটের উত্তরচক ভবানীর নীলিমা রানী দাস বাড়ি থেকেই ভোট দিয়েছেন। তাঁর ছেলে অলোক রঞ্জন দাস জানান, ‘‘মায়ের বয়স হয়েছে সেই কারণে নির্বাচন দপ্তর থেকে বাড়িতে এসে ভোট নিয়ে গেল।’’ রথ তলার বাসিন্দা সুজিত মুখার্জি জানান, ‘‘বাড়ি থেকে ভোট দিয়ে ভাল লাগল। আরও ভাল লাগল করোনা পরিস্থিতিতে বাইরে যেতে হল না। আমরা খুশি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement