মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
করোনার দ্বিতীয় ঢেউয়ে রাজ্যে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য পরিকাঠামোর উপর চাপ বাড়ছে। এর মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কেন্দ্রকে আক্রমণ করে চলেছেন নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠা করোনা পরিস্থিতি নিয়ে। বাংলায় একাধিক সভা করে যাওয়া যোগী আদিত্যনাথের করোনা সংক্রমণ ধরা পড়েছে সম্প্রতি। মমতা বলছেন, ‘‘বহিরাগতরা এসে করোনা ছড়াচ্ছে রাজ্যে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আবেদন, আপনারা করোনা ছড়াবেন না।’’ অন্য একটি জনসভা থেকে মমতার দাবি, ‘‘নির্বাচন কমিশনকে বলব, যাঁরা বাইরে থেকে আসছেন, তাঁদের করোনা পরীক্ষা আবশ্যক করা হোক। নেগেটিভ রিপোর্ট না থাকলে বাংলায় প্রবেশ করতে পারবেন না বহিরাগতরা।’’
শুক্রবারই কোভিড পরিস্থিতিতে ভোট কী ভাবে হবে, তা নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসছে নির্বাচন কমিশন। আর সে দিনই ভোটের মধ্যেই রাজ্যে করোনার বিপুল সংক্রমণ নিয়ে নাম না করে বিজেপি-র অন্য রাজ্যের প্রচারকদের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা। বললেন, ‘‘কোভিড কমে গিয়েছিল। ৫-৬ মাস কোনও কোভিড ছিল না। যখন ছিল না, তখন নরেন্দ্র মোদী কিন্তু সবাইকে টিকা দিয়ে ভাল রাখতে পারতেন। কিন্তু তা করলেন না। এখন আবার কোভিড বাড়িয়ে দিয়েছেন। বাইরে থেকে আনছেন, বহিরাগত গুন্ডারা চলে আসছে। তারাই কোভিড নিয়ে আসছে। হাজার হাজার লোক আসছে বাইরে থেকে এবং তাঁরা বাংলায় কোভিড ছড়িয়ে দিয়ে পালিয়ে যাচ্ছে।’’
‘বহিরাগত’ তিরে মমতা আগেও বারবার বিদ্ধ করতে চেয়েছেন বিজেপি-কে। বিজেপি-র তারকা প্রচারকদের মধ্যে অনেকেই অন্য রাজ্যের, আর সেই তত্ত্বকে হাতিয়ার করেই বারবার ‘বহিরাগত’ প্রসঙ্গ এনেছেন মমতা। এ বার তিনি কোভিডের সঙ্গে মিলিয়ে দিলেন ‘বহিরাগত তত্ত্ব’। নির্বাচন কমিশনকে উল্লেখ করে বললেন, ‘‘নির্বাচন কমিশনকে বলব, যাঁরা বহিরাগত, বাংলা থাকেন না, প্রবেশাধিকার দেওয়ার কোনও প্রয়োজন নেই। প্রধানমন্ত্রী মিটিং করতে আসতেই পারেন। কিন্তু এখানকার লোক দিয়ে প্যান্ডেল হোক। গুজরাত থেকে লোক নিয়ে এসে কেন প্যান্ডেল হবে? রাজস্থান থেকে লোক নিয়ে এসে কেন প্যান্ডেল হবে? বাংলায় কোভিড ছড়াবেন না নরেন্দ্র মোদীজি, আপনাকে বারবার করে বলছি।’’
নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা ওঠার পরেই বারাসতের সভা থেকে মমতা বলেছিলেন, রাজ্য সরকার কেন্দ্রের কাছ থেকে টিকা কিনে রাজ্যের মানুষকে তা বিনামূল্যে পৌঁছে দিতে চাইলেও কেন্দ্র টিকা দিতে চায়নি। সেই কথাই নবদ্বীপের সভা থেকে ফের মনে করিয়ে দিলেন মমতা। বললেন, ‘‘আমরা অনেকদিন আগে চিঠি লিখেছিলাম, কোভিডের টিকা যথেষ্ট পরিমাণে পাঠানো হোক। সেটাও নরেন্দ্র মোদী দেননি। এই গোটা কোভিড পরিস্থিতিতে রাজনীতি ছাড়া উনি কিছু করেননি।’’